আমাদের কথা খুঁজে নিন

   

এ্যাঁ, জার্মানীর ম্যাগাজিনে লেখার আমন্ত্রণ দিলো আমাকে?!!!

I realized it doesn't really matter whether I exist or not.

কিছুক্ষণ আগে একটা ইমেইল পেলাম। ইমেইলটা জার্মানীর কোনও এক ছোটখাটো ম্যাগাজিনের সম্পাদকের কাছ থেকে আসা। উনি সম্প্রতি আমার ইংরেজি ব্লগ ভিজিট করেছেন। তার ম্যাগাজিনটি মূলত "ট্রাভেল এন্ড লাইফস্টাইল" ভিত্তিক। তিনি অনুরোধ করলেন তার ম্যাগাজিনের ব্লগে রেজিস্ট্রেশন করে বাংলাদেশকে নিয়ে লিখতে।

বাংলাদেশের জীবনযাত্রা, পরিবেশ, শিক্ষা, সমাজ ও সংস্কৃতি, ট্যুরিজম ইত্যাদি বিষয়ে লিখতে অনুরোধ করলেন। আমি প্রথম রিপ্লাই সম্মতিসূচক দিলাম তবে এ কথা জানিয়ে দিতে ভুললাম না যে আমি ইংরেজিতে কাঁচা। তিনি বললেন, ব্যাপার না। আমরা ঠিক করে দেবো। ইংরেজিতে লেখার আগ্রহটা কোত্থেকে আসলো তা আজও খুঁড়ে বের করতে পারিনি।

আন্তর্জাতিক ভাষা বলে নয়, আজও অজ্ঞাত কোনো কারণে ইংরেজিতে লিখতে বেশ "রোমাঞ্চ" অনুভব করি আমি। আর তাই ইংরেজিতে তুলনামূলকভাবে কম জ্ঞান থাকা সত্ত্বেও ইংলিশ ব্লগিং চালিয়ে যাচ্ছি। অনেকের কাছেই অনলাইনে ইংরেজি শেখার রিসোর্সের খোঁজ করেছি। কেউ তেমন কিছু দিতে পারে নি। অনেক আগে একটা পোস্টে বলেছিলাম বিদেশি নিউজ এজেন্সিতে কাজ করার স্বপ্ন আছে।

সাংবাদিকতা ক্যারিয়ার বাংলাদেশে সুবিধার না। আর তাছাড়া ব্যক্তিগতভাবেও আমি দেশের বাইরে বিদেশি নিউজ এজেন্সির হয়ে কাজ করতে চাই। অদ্ভুতভাবে বিদেশি নিউজ এজেন্সি না হোক, বিদেশি একটি ম্যাগাজিনে লেখার সুযোগ পেয়ে গেলাম। পেমেন্ট অবশ্যই ততোটা না। তবে আপাতত পেমেন্ট নিয়ে ভাবছি না।

স্কিলটা ডেভেলপ হোক আগে। কিন্তু এখন ভাবছি, সুযোগ পেয়ে শুধু সুবিধার অভাবে তা শেষ হয়ে যাবে? বাসায় কম্পিউটার নেই। ভাইয়ার ল্যাপটপটা টেম্পোরারিলি ব্যবহার করছি। জিপি'র লাইন নিয়েছিলাম যা এই ২৩ তারিখে শেষ হয়ে যাবে। হাতে একটি টাকাও নেই।

লাইন রিনিউ করা সম্ভব নয়। অ্যাডসেন্সেও টাকা আসা শুরু হয়েছিল। স্পন্সর্ড কন্টেন্ট/পোস্ট কোম্পানীগুলোর কাছ থেকেও খুব ফ্রিকুয়েন্টলি বিভিন্ন অ্যাসাইনমেন্ট পাচ্ছি। এই সময় আবার যদি আগের মতো কম্পিউটার আর ইন্টারনেট ছাড়া থাকতে হয়। যাই হোক, আপাতত ইংরেজির স্কিল কীভাবে আপগ্রেড করা যায় সেটা বলে সাহায্য করুন।

লেখালেখিটা আমার জন্য শুধুই শখের কারবার নয় বুঝতে পারছেন নিশ্চয়ই। এ থেকে কিছু ইনকাম আশা করি আমি সঙ্গত কারণেই। বাংলায় তেমন কোনো স্থান নেই যেখানে লিখে আয় করা সম্ভব। দেশি পত্রিকাগুলোর তো সম্মানীর কোনও খবরই নেই। আন্যদিকে ইংরেজিতে ভালো লিখতে জানলে অ্যাডসেন্স থেকে আয় সম্ভব (ফ্রিকুয়েন্টলি লিখে), স্পন্সর্ড পোস্ট লিখে প্রচুর আয় সম্ভব, কিংবা বিদেশি বিভিন্ন পত্র-পত্রিকা বা ওয়েবসাইটেও কন্ট্রিবিউশন করা সম্ভব।

আমার লক্ষ্য সেটাই। আশা করছি ইংরেজি বিষয়ে সাহায্য করবেন। পুনশ্চঃ বাংলা বা ইংরেজি কোনো ওয়েবসাইটে প্রযুক্তিবিষয়ক কন্ট্রিবিউটরের প্রয়োজন হলে আমি আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।