আমাদের কথা খুঁজে নিন

   

প‌্যারিসে নারী-পুরুষের উলঙ্গ প্রতিবাদ!

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

ফুটেজটা এইমাত্র দেখলাম। APTN (Accossiated Press Television Network) চ্যানেলে। এই চ্যানেলটা আপনারা যারা হোম ইউজার, তারা দেখতে পারবেননা। এটার জন্য আলাদা ডেডিকেটেড রিসিভার লাগবে। যেটা শুধুমাত্র কোন টিভি স্টেশন ব্যবহার করতে পারবে।

খুবই এক্সপেনসিভ এই রিসিভার, বাৎসরিক চার্জও অনেক বেশী। যাই হোক, যেটার কথা বলছিলাম। চ্যানেলটায় একটা নিউজ দেখাচ্ছিল, প‌্যারিস শহরে একদল নারী ও পুরুষ সম্পূর্ণ উলঙ্গ হয়ে ফেস্টুন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বসে আছে। তাদের দাবী স্প‌্যানিশ "বুল ফাইট" নিষিদ্ধ করা। এটা নাকি খুবই নির্দয় একটা খেলা।

বেশ কয়েকটা সুন্দরী বিবস্ত্র (অনলী আন্ডয়ার পড়া) তরুনীর সাক্ষাতকার নিল। তারা প্রতিবাদ হিসেবে এরকম খোলা মুডে অনশন করছে। যাই হোক জীবনে অনেক শুনছি যে ইউরোপে বিভিন্ন কারণে লোকজন উরঙ্গ হয়ে প্রতিবাদ করে, কিন্তু এই প্রথম দেখলাম! এবং সরাসরি আপনাদের সাথে শেয়ার করলাম! (প‌্যারিস বললাম এই কারণে যে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছিল। প্রথমে মনে করেছিলাম এইটা মাদ্রিদ!) উল্লেখ্য ইউটিউবে এই ফুটেজটা নাই মনে হয়। পাইলে লিংকটা পরে দিয়ে দিব।

আজকে দৌড়ের উপর আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।