আমাদের কথা খুঁজে নিন

   

সাবেরের সঙ্গে বিতর্কে বসতে প্রস্তুত পাপন

আজ কঙ্বাজার স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা তৈরি করা হয়েছে টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে। স্টেডিয়ামের নামের বিষয়ে তিনটি প্রস্তাব রয়েছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন এবং কঙ্বাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামে। কোন নামে স্টেডিয়ামটি পরিচিতি পাবে, সেটা চূড়ান্ত হবে আজ।

এখানে মহিলা বিভাগের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বিসিবিতে। কিন্তু এখনো কাউন্সিলরদের তালিকা চেয়ে পাঠানো হয়নি চিঠি। চিঠি আগামী এক সপ্তাহের মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচনের নিশ্চয়তা দিয়ে গ্রহণ করেছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ।

বেশ কিছুদিন আগে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন উন্মুক্ত বিতর্কে বসার আহ্বান জানিয়ে চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিসিবির বর্তমান সভাপতিকে। বিসিবি সভাপতি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছেন, 'আমি শুনেছি ওনার প্রস্তাবের কথা। তিন চারদিন আগে ওনার সঙ্গে বিমানবন্দরে দেখা হয়েছে। ওনাকে আমি বলেছি যেকোনো সময়, যেকোনো স্থানে বসতে প্রস্তুত। তবে সেটা হতে হবে ওয়ান টু ওয়ান।

অবশ্য কোনো টেলিভিশনেও সেটা হতে পারে। সেখানে আমি ওনার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। ' বিসিবি ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠনের জন্য চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। কিন্তু কাউন্সিলরদের নাম চেয়ে ক্লাব, জেলা, বিভাগ ও সংস্থাগুলোকে চিঠি দেয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেছেন ৭-৮ দিনের মধ্যে চিঠি চলে যাবে। তিনি আরও বলেছেন, আমাদের পরিকল্পনা রয়েছে ঈদের আগে নির্বাচন আয়োজনের। কিন্তু সংশয় প্রকাশ করেছেন অনেকেই। অবশ্য বিসিবি সভাপতি বলেছেন 'নির্বাচন অবশ্যই হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।

সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। বিসিবিকে নির্বাচন করতেই হবে। '

টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে কঙ্বাজার স্টেডিয়াম। তবে ঘরোয়া ক্রিকেট খেলাও হতে পারে বলে জানিয়েছেন তিনি। এখানে অবশ্যই খেলা হবে।

ভবিষ্যতে সরিয়ে নেওয়া প্রসঙ্গে বলেন, 'সেটা সময় বলবে। ওনারা বলেছেন, এখানে অন্য কিছু করার পরিকল্পনা রয়েছে। আমরা আসলে এ বিষয় নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি করতে চাই না। আমি বিশ্বাস করি আমরা একটি সুষ্ঠু সমাধান করতে সক্ষম হব। ' প্রিমিয়ার ক্রিকেট ১০ সেপ্টেম্বর থেকে।

বিপিএলের দ্বিতীয় আসরে দেখা যায়নি কোনো পাকিস্তানি ক্রিকেটার। ক্রিকেটপ্রেমীরা সন্দেহ করছেন, প্রিমিয়ার ক্রিকেটেও এবার পাকিস্তানি ক্রিকেটার দেখা যাবে না, 'গতবার শেষ মুহূর্তে ওরাই ছাড়পত্র দেয়নি। এবারও আমরা মানসিকভাবে প্রস্তুত পাকিস্তানি ক্রিকেটার ছাড়া খেলতে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।