আমাদের কথা খুঁজে নিন

   

অল্প স্বল্প গল্প

স্বপ্ন যে শুধুই মিথ্যা আশা জাগায়

গত কয়েকদিন ধরেই অনেককিছু লিখতে ইচ্ছা করছিল। মাথায় আইডিয়া ঘুরাঘুরি করে কিন্তু কোন আইডিয়াই শেষ করতে পারি না। আবার মাঝে মাঝে লেখার ইচ্ছাও করে না। এভাবে আমার অনেক আইডিয়াই অংকুরেই বিনষ্ট হয়ে যায়। তাছাড়া এখন ক্লাসের শেষ দুই সপ্তাহ চলছে।

গত কয়েক সপ্তাহ বেশ ব্যস্ত সময় কাটালাম। তাই ব্লগে কিছু লেখতে পারি নাই। সামনেও খুব ব্যস্ত। পরীক্ষা এসে যাচ্ছে, ল্যাব কুইজ সব মিলিয়ে সামনের কয়েক সপ্তাহেও দম ফেলার সময় পাব না। আজ হঠাৎ লিখতে ইচ্ছা হল।

লিখতে বসে গেলাম। আমার এই পোস্টে কোন কাজের কথা পাবেননা। এমনিই নিজের মনের ভাবনা গুলো লিখছি। গত সপ্তাহে ৫টা C.T + ২ টা assignment সব মিলিয়ে খুব বাজে অবস্থা। এর মাঝে একটা দিনের অর্ধেক দারুণ কাটালাম।

গত ৯ই জুন ছিল আমাদের বুয়েটে ঢোকার ২ বছর। আমরা গত টার্মে আমাদের লেভেল কম্পলিশন করতে পারি নি দেখে এবার এনট্রেন্স ডে কে টার্গেট করা হল যে এবার ভালভাবে উৎসব করব। প্রথমে আমাদের ব্যাচ এর নাম ঠিক করা নিয়ে আলোচনায় বসল সবাই। কিন্তু কোন নামই পছন্দ হয় না। শেষ পর্যন্ত পাঁচ ফ্যাকাল্টি থেকে পাঁচজনকে দায়িত্ত্ব দেয়া হল শর্টলিস্ট বানানোর।

তার মাঝ থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হল ব্যাচের নাম। নামটাও সবার পছন্দ হল "ক্যানভাস "। আমাদের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হল বুধবার, ১০ ই জুন। এখন বুধবার হওয়াতে আমরা খুব বিপাকে পড়ে গেলাম। কারন আমাদের ৮-৫টা ক্লাস।

তার মাঝে দুইটা ল্যাব। তার মাঝে আমরা আবার বুধবারে একটা CT নিয়ে ফেলেছিলাম। তো কি আর করা ক্লাসের সবাই সিদ্ধান্ত নিলাম একটা ল্যাব এ অটো নিব আর ক্লাস করব। কিন্তু ল্যাবে অটো পেলাম না। আবার যেই সময়ে ল্যাব সেই সময়েই র‌্যালি।

তো কি আর করা আমাদের ওইদিনটা মাটি হবে। ১০ তারিখে স্যার CT নিলেননা । ল্যাব এও ছিল ৩২টা গ্রাফ সম্বলিত experiment । . শেষ পর্যন্ত র‌্যালী মিস করলাম। কিন্তু রঙ খেতে হল ঠিকই।

আমি খেতে বসলাম আরা আমার খাবার প্যাকেটে কাক দিল ইয়ে করে। সারা সপ্তাহের দূর্ভাগ্য ওইদিনও ছাড়লনা। শেষপর্যন্ত এলগরিদম ল্যাব এ স্যার এসাইনমেন্ট দিয়ে ছেড়ে দিলেন। পরের সময়টুকুতে ভুলে গেলাম সারা সপ্তাহের চাপ। দারুন একটা কনসার্ট উপহার দিল ব্যান্ডগুলো।

তার সাথে সাথে উপভোগ করলাম আমরা। যারা নাচতে জানেনা তারাও তাল মিলালো গানের সাথে সাথে। ১১ টা পর্যন্ত চলল কনসার্ট। চাপের মাঝে আমাদের দারুন কিছু মুহূর্তও শেষ হল। হলে ফিরে আর চোখ খুলে রাখতে পারলাম না।

ঘুমিয়ে গেলাম। পরদিন থেকে আবার এসাইনমেন্ট আর CT এর জগতে ফিরে এলাম। ওইদিনের কনসার্টের কিছু মুহূর্তের ছবি শেয়ার করছিঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।