আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা কিবোর্ড লেআউট সমস্যা, সহজ সমাধান



হাজার রকম বাংলা কিবোর্ডের লেআউটে যাদের দিশেহারা আবস্হা, এই পোস্ট তাদের জন্য। বাংলাদেশে কিবোর্ড লেআউটের কোন অভাব নেই। সামান্য প্রোগ্রামিং জানলেই হল, যে যার খুশি মত কিবোর্ড লেআউট তৈরী করে বসে। সমস্যা হয় আমাদের মত আমজনতার! MS Word এ লেখার সময় অভ্র, সামহয়্যারইনে সামু ফোনেটিক, উবুন্টুতে প্রভাত, কিবোর্ডে প্রিন্ট করা থাকে বিজয়, কম্পিউটার চালুর সময় প্রতিবার মোস্তফা জব্বারের ছবি দেখতে না চাইলে ইউনিজয়, শেষ পর্যন্ত Standard জাতীয়!!! ঘটনা এখানেই শেষ না, আরও আছে মুনীর, অভ্র ইজি, শাব্দিক...... এর যেন শেষ নেই। কঠিন ঝামেলায় পড়েছিলাম যখন অভ্র পুরোপুরি শেখার পর উবুন্টুতে সরে আসলাম।

ওমা, অভ্রের কোন লিনাক্স ভার্সন নেই, আসার কোন সম্ভবনাও নেই। শিখলাম প্রভাত। সামু আবার প্রভাত সাপোর্ট করে না। কি আর করা OpenOffice এ প্রভাত দিয়ে লিখি, তারপর কপি করে পেস্ট করি সামুতে। কিন্তু কমেন্ট করতে গেলে? এক ধন্যবাদ লিখতে গেলেও OpenOffice খুলে লিখে কপি পেস্ট??? এত ঝামেলার ভয়ে কমেন্ট করাই বাদ দিয়েছিলাম! মাঝেমাঝে মনে হত নিজেই একটা কিবোর্ড বানাই ২৫০ বাটনের।

অ আ ই ঈ সব সিরিয়ালি সাজানো থাকবে, ে ো া ও সব যুক্তাক্ষরের জন্য আলাদা বাটন থাকবে । এটা ছাড়া বাঙ্গালীর জন্য Standard কিছু সম্ভব না!!! বরাবরের মত, এই ঝামেলায় অভ্যস্ত হওয়ার পর সমাধান পেলাম। আমার আর কাজে লাগবেনা কারণ অভ্র ভুলে গেছি, প্রভাত শিখতে গিয়ে! তবে যারা অভ্র আর সামু নিয়ে ঝামেলায় আছেন তাদের কাজে লাগবে। খুব কাজের একটা Firefox Addon পেলাম। এটি দিয়ে সামুসহ যেকোন ওয়েবসাইটে অভ্র, সামু,ইউনিজয়,মুনীর,জাতীয় ও শাব্দিক ফোনেটিক ইত্যাদি যেকোন লেআউটে লেখা যায়, এটি চালু থাকা অবস্হায় আপনি যে কোন লেআউটে লিখতে পারবেন, ঐ ওয়েবসাইট সাপোর্ট করুক আর নাই করুক! এমনকি শাব্দিক প্যাড ব্যবহার করে আপনি অফলাইনেও লিখতে পারেন।

মাউসের দিয়ে লেআউট নির্বাচন করতে পারেন আবার সর্টকাটও ব্যবহার করতে পারেন। Addon টি ডাউনলোড করুন এখান থেকে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।