আমাদের কথা খুঁজে নিন

   

কয়েক ছত্র নস্টালজিয়া (রিপোস্ট)

শেষ বলে কিছু নেই

ঘর আর পতিত-বাগানের সীমানায় ঝিঁঝিঁ’র ওপেনইয়ার কনসার্ট জোনাকিদল বায়না ছাড়াই এসে গেছে- আলোর ভলান্টিয়ার! বিনে পয়সায় পুরো সেট রেডি, আমার দাঁতের ফাঁকে কিসমিস আকাশ শরীর থেকে বস্ত্র সরিয়ে নিচ্ছে দ্রুত, আর আর নাক্ষত্রিক আলো ফুটে উঠার আগেই...আমার হাতের মধ্যে সম্পূর্ণ আমি, একটু পিছল-উদ্ধত, আঙ্গুল চেপে বসছে, ট্রিগার! ট্রিগার! সেই প্রথম স্বপ্রণোদিত লক্ষ্যভেদী নিশানা প্র্যাকটিস.... এখন ঝিঁঝিঁ অন্ধকার আর নক্ষত্র একরেখায় দাঁড়ালেই আমি নস্টালজিক: তাবুর নিচে এখনো ঘুমোচ্ছো ব্রিগেডিয়ার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।