আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার কেনার আগে...

এগিয়ে যাও ...

একটি ব্যক্তিগত পিসি আজকাল নিতান্তই প্রয়োজনীয় বস্তু হয়ে পড়েছে। কারণ এখন প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার প্রায়শই হচ্ছে। কম্পিউটার কেনার আগে বেশ জরুরী কিছু ব্যাপার-স্যাপার আছে, যেগুলো বুঝে শুনে বাজারে গেলে অন্তত এ আত্বতৃপ্তি থাকবে যে, ঠকিনি। ১. প্রথমেই: আপনি কেন পিসি কিনবেন? এটা পরিষ্কার করে নিতে হবে। ২. প্রয়োজন অনুযায়ী কেমন পারফর্মেন্সের পিসি দ্বারা আপনার কাজ সমাধা হবে, এটাও জানতে হবে।

৩. প্রয়োজন অনুযায়ী পারফর্মেন্সের পিসি কেনার সামর্থ্য আপনার আছে কি-না? যদি না থাকে তবে ভাল প্লাটফর্মের পিসি কিনে কিছু আপগ্রেডেবল ডিভাইস কম পারফর্মেন্সের কিনুন। পরে যাতে আপগ্রেড করে নিতে পারেন। ( এ ব্যাপারে যে কোনও পরামর্শ পেতে ) ৪. গ্রাহকের সাথে ভাল ও সুন্দর আচরণ করে এমন বিক্রেতার কাছে যান। যে আপনাকে বিক্রয়ত্তর সেবা প্রদানে পারঙ্গম। ৫. একাধিক দোকান ঘুরে দেখুন।

যাদেরকে আপনার রিলায়েবল মনে হবে, সেখান থেকেই কিনুন। ৬. কম মূল্যের ফাঁদে পড়ে পিসি কিনবেননা। সাধে সাথে মান সম্পর্ক্যে নিশ্চিত হোন। ৭. অন্তত মাদারবোর্ড এবং কেসিং (পাওয়ার সাপ্লাই) ভাল কোন ব্রান্ডের দেখে কিনুন। এতে পরে আরাম পাবেন নিশ্চিত।

আরো জানতে: পরিশেষে আরো লিখার আশা ব্যক্ত করে শেষ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.