আমাদের কথা খুঁজে নিন

   

আর্ক এর এই দুর-পরবাসে গানটি...

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই..
এই দুর পরবাসে তারা গুনে আকাশে-আকাশে কাঁটে নিঃসঙ্গ রাত্রীগুলো.... মাঝে-মাঝে স্বপ্নের বেশে সৃতিরা এসে, আমাকে করে যায়, বড় বেশি এলোমেলো। মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মূখর প্রহর... তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর, সেখানে হয়ত সবাই, ব্যস্হ মেলেনা সময়। তবুও সেখানেই ফিরে যেতে চায় ফেরারী হ্নদয় এই একাকী জিবন ভালোলাগেনা আমার, বিসন্ন দিনের শেষে, বিষন্ন রাতের শেষে... মনে পড়ে যায় কখনো, পুরনো তোমাকে প্রতিটি কষ্টমাখা দিনের ফাঁকে। হয়ত বদলে গেছো, হয়ে গেছো অচেনা তুমি, তবুও তোমাকেই ফিরে পেতে চাই দুরের আমি। এই একাকী জিবন ভাললাগেনা আমার বিসন্ন দিনের শেষে, বিসন্ন রাতের শেষে.... প্রবাসে এসে আর্কে'র গানটি খুব শুনি আর গুন-গুন করে গাই... গানটির ডাওনলোড লিংকটি হচ্ছে: Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.