আমাদের কথা খুঁজে নিন

   

USB3 সফটওয়্যার সাপোর্ট প্রথম লিনাক্সে

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

সেপ্টেম্বর ২০০৭ এ ইন্টেলের পক্ষ থেকে ইউএসবি-৩ এর উপর তাদের কাজের অগ্রগতি দেখানো হয়। ইউএসবি-৩ ইউএসবি-২ এর পরবর্তী প্রষুক্তি।

এখানে তথ্য আদান প্রদানের গতি বাড়ানো হয়েছে অনেকগুন। সাধারন ভাবে এটি ৫০০ মেগাবাইট তথ্য প্রতি সেকেন্ডে আদান প্রদান করতে পারবে এখানে “সুপারস্পীড” নামে নতুন একটি মোড যুক্ত করা হয়েছে যে মোডে তথ্য আদান প্রদানের গতি প্রতি সেকেন্ডে ৫ গিগাবাইট। ইউএসবি-৩ এ সংযুক্ত তারের দৈর্ঘ্যের কথা নির্দিষ্টভাবে বলা না থাকলেও দৈর্ঘ্য ৩ মিটারের মধ্যে থাকলে সুপারস্পীড মোড ঠিকভাবে কাজ করবে। গত সপ্তাহে “ইন্টেল ওপেন সোর্স টেকনোলজী সেন্টারে” কর্মরত Sarah Sharp নামের একজন লিনাক্স ডেভলপার জানায় যে তারা লিনাক্সে ইউএসবি-৩ হার্ডওয়্য়ার চালানোর উপযোগী সফ্টওয়্যার তৈরী করেছেন। ইউএসবি-৩ এর উপযোগী সফটওয়্য়ার তৈরীর জন্য বর্তমানে NEC, HP, Microsoft এর মত প্রতিষ্ঠানগুলি কাজ করলেও সর্বপ্রথম লিনাক্সের জন্য সাপোর্ট সফটওয়্যার তৈরী করা সম্ভব হয়েছে।

লিনাক্সের পরবর্তী কার্নেল ২.৬.৩১ এ এটি যুক্ত করা হবে। আশাকরা হচ্ছে সেপ্টেম্বর থেকে সাধারন ব্যবহারকারীরা নতুন কার্নেলের সাথে এটি ব্যবহার করতে পারবে । তবে যারা এতদিন অপেক্ষা করতে চান না তারা যেন এই সফটওয়্যারটা কার্নেলে যুক্ত করেতে পারেন তার পদ্ধতি দেয়া আছে এই ওয়েব সাইটে http://sarah.thesharps.us/ । বেশ কিছু হার্ডওয়্য়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানিয়েছে তারা ২০০৯ সালের শেষের দিকে ইউএসবি-৩ হার্ডওয়্যার ব্যাপকভাবে বাজারজাত করবে । মাইক্রোসফট তাদের নতুন “উইন্ডোজ ৭” এ এই সুবিধা দেবে জানালেও এখন পর্যন্ত তাদের উদ্ভাবনের খবর প্রকাশ করেনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।