আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহ বিষয়ক তিনখান কৈতক এবং আঙুর ফল টক সংক্রান্ত আলোচনা!

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

১.প্রশ্নঃ স্বর্গে যদি বিয়ের ব্যবস্থা থাকে তাহলে কেমন হয়? উত্তরঃ ভালোই হয়! পরদিন থেকে স্বর্গ-নরকের পার্থক্য ঘুঁচে যাবে! প্রশ্নঃ বিয়ের সময় বরকে ঘোড়ায় চড়ানো হয় কেন? উত্তরঃ পালিয়ে যাওয়ার শেষ পথটাকে খোলা রাখা হয় আর কি?! ২. ছেলেঃ বাবা, তোমার বিয়েতে কত খরচ হয়েছিল? পিতাঃ (উদাসস্বরে) জানি না রে বাপ! এখন তো খরচ করেই যাচ্ছি! ৩.হানিমুনঃ দীর্ঘ যুদ্ধের আগে ছোট্ট যুদ্ধবিরতি! (একটা ফ্রি) সক্রেটিস- "জীবনে সুখী হতে চাইলে বিয়ে কর। সুখী হলে তো ভালোই, না হতে পারলে ও লাভ। মানব সভ্যতা আরেকজন দার্শনিক পাবে। " শানে নুযুলঃ স্কুল জীবন হতে বিগত ১৮-২০ বছর ধরে আমরা কয়েক বন্ধু এক্সাথেই আছি।

ভালোই কেটে যাচ্ছিল দিন। কিন্তু, বেশী সুখ কারো সয় না! এক আমি বাদে সব গুলোই এ বছর বিয়ে করে ফেলছে। সবগুলোই ইটিস-পিটিস বিয়ে। অফিসে কলিগদের মধ্যে তো হুড়াহুড়ি পড়ে গেছে- কে কার আগে সেরে ফেলবে! দুয়েকটা হয়ে গেছে; বাকী গুলো ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে। আমার মা প্রথমে চিন্তিত ছিলেন।

এরপর যখন নিশ্চিত হলেন যে, আমার কোন ইটিস-পিটিস সম্পর্ক নেই, তখন............ নিশ্চিন্তে আরো দুই বছর স্বাধীনতা ভোগের আদেশ দিলেন। এখন এই স্বাধীনতা দিয়া আমি করুম! তাই কইতাছি, সে কয় দিনের জন্য আমার কাছে আঙুর ফল টকই ভালা! সমমনা ব্যক্তিবর্গ জায়গায় বসে আওয়াজ দেন! বিঃদ্রঃ ১.জুক্সগুলো নেট হইতে সংগৃহিত এবং বহুত পুরান! ২.ফারহানা আহমেদ এর সদ্য প্রকাশিত পোষ্টের সাথে এই লেখার কোনই সম্পর্ক নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।