আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সামাজীক রীতি ও কিছু অপ্রিয় কথা



প্রতিটি সমাজে রয়েছে নিজস্ব কিছু নিয়মকানুন ও রীতি নীতি। আমাদের সমাজ ও তার বাইরের নয়। কিন্তু দীর্ঘদিন উপনিবেশিক শাসনের অধীনে থাকায় আমাদের সমাজে এসন কিছু নিয়ম নীতি আস্টে-পৃষ্টে জড়িয়ে গেছে যে আজ চাইলে ও আমরা তার থেকে বাইরে বের হতে পারছি না। আমাদের এ উপমহাদেশে আমরা দেখেছি বৃটিশ শাসন, তার আগে দেখেছি মুঘল শাসন ও অন্যান্য শাসন ব্যবস্থা। মুসলিম ও হিন্দু ধর্ম এ উপমহাদেশের প্রধান ধর্ম।

আর যে শাসক যখনই মাসন করুন না কেন তারা শোষণ ও নীপিড়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে ধর্মকে। সেখান থেকেই আমাদের জীবনের সাথে ধর্মের এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরী হয়েছে। না, ধর্ম খারাপ এটা আমি বলছি না, কিন্তু ধর্মের অপব্যবহার নিশ্চয় ধর্ম নয়! দু একটা উদাহরন দিলে বিষয়গুলি আর ও পরিস্কার হবে। যেমন মানুষের জীবনে বিয়ে একটি অবিচ্ছেদ্য বিষয়। কিন্তু আমাদের উপমহাদেশে বিয়ের যে আচার অনুষ্ঠান রযেছে সেখানে লিংগ বৈষম্য প্রকট আকার ধারণ করেছে।

হিন্দু হোক বা মুসলিম হোক সব বিয়েতেই ছেলের মতামতকে প্রাধান্য দেয়া হয় কিন্তু মেয়ের মতামতকে আমলেই আনা হয়না প্রায়শই। আবার বিয়ের পর প্রথম রাতে কনে সেজে বসে থাকবে কখন বর আসবে। বর এলেই তাকে পায়ে হাত দিয়ে সালাম বা প্রণাঞম করতে হবে! একটা সম্পর্কের শুরুতেই যদি একজনকে পায়ে স্থান দেয়া হয়ে তাহলে সে সম্পর্ক কিভাবে পার্টনারশীপ হয় তা আমার বোধগম্য নয়। আমার তো মনে হয় এ সম্পর্ক কে প্রভূ আর ভৃত্যের সম্পর্ক বলা যায়। (চলবে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।