আমাদের কথা খুঁজে নিন

   

ওনাদেরকে সামনের বেঞ্চে বসতে দিলে সমস্যা কি



অনেক আশা , অনেক স্বপ্ন নিয়ে যাদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠালাম আমাদের কথা বলার জন্য, আমাদের সমস্যা সমাধানের জন্য, তারা সংসদে গিয়ে কোথায় বসবেন তা নিয়ে ঝগড়া শুরূ করে দিয়েছেন। শুধুই কি ঝগড়া , তাদের পছন্দের আসনে বসতে না দিলে তারা সংসদেই যাবেন না বলে হুমকি দেন। এক দল বলছে - সামনের সারিতে তোমাদের যত আসন পাওনা, তার থেকে বেশি আসন তোমাদের দেয়া হয়েছে, আর দেয়া সম্ভব নয়। আর অন্য দল বলছে - আমাদের কে সামনের সারিতে আরও আসন দিতে হবে, নইলে আমরা খেলব না। সামনের সারিতে কি আছে ? সামনের সারিতে বসলে কি আমাদের কথা বেশি বলতে পারবেন ? সামনের সারিতে কি বেশি ইজ্জত আছে ? সামনের সারিতে বসলে কি তারা দেশের জন্য বেশি কাজ করতে পারবেন ? আমরা কি তাদেরকে সামনের সারিতে বসার জন্য এত আশা নিয়ে ভোট দিয়ে ছিলাম ? এ আমরা কাদেরকে আমাদের প্রতিনিধি র্নিবাচিত করেছি ? এরা কি আমাদের কথা বলবে ? মাননীয় স্পীকার, আমরা তো ভুল করেই ফেলেছি ভোট দিয়ে, এখন আপনিই পারেন ওদেরকে কিছুটা লাইনে আনতে । ওদের মুখদিয়ে আমাদের কথা বলতে বাধ্য করতে। ছোট বেলায় ক্লাসে পেছনের বেঞ্চে বসে যে ছেলেরা দুষ্টুমি করত, ক্লাসের পড়ার পরিবেশ নষ্ট করত, স্যার তাদেরকে ধরে এনে সামনের বেঞ্চে বসাত । এতে একদিকে ক্লাসের পরিবেশ ভাল হত অন্যদিকে দুষ্টু ছেলেরাও ক্লাসে মনোযোগি হত। প্রিয় পাঠক, আপনি স্পীকার হলে কি করতেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.