আমাদের কথা খুঁজে নিন

   

ইউ. এ. ই. (সংযুক্ত আরব আমিরাত) আসবেন না।

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়।

কেন? যদি দালাল বলে আপনার ভিসাটি ফ্রি। অর্থাৎ আপনি মুক্তভাবে কাজ করতে পারবেন যে কোন যায়গায়। আরব আমিরাতে এধরণের কোন সুযোগ আমার জানা নেই। আমি এমন অনেককে চিনি, যারা অনেক টাকা খরচ করে ফ্রি ভিসার কথায় এদেশে এসেছেন অধিক উপার্জনের আশায় কিন্তু এখন সীমাহীন কষ্ট করছেন।

কারণ ভিসাগুলো আসলে দেয়া হয়েছে হাউস কিপিং, গার্ডেনার, শেপার্ড বা কুক হিসেবে। এখানে আসার পর স্পন্সর এদরেকে বাতাকা বা ওয়ার্কপার্মিট দিয়ে বলে যাও বাইরে কাজ কর। কিন্তু ওয়ার্ক পারমিট মূল স্পন্সর এর নামে হওয়ায় এধরণের লোকদের বাইরে কাজ করতে হয় অবৈধভাবে। অবৈধ হওয়ায় তাদের কাজ পাওয়া, থাকার যায়গা যোগাড়, পারিশ্রমিক আদায়, চিকিৎসা, আইনগত সহায়তা প্রাপ্তি সবকিছুই কঠিণ হয়ে পড়ে। কখনো থাকতে হয় অনাহারে।

এমনকি এরা এভাবে কারো কাজ করতে গিয়ে যদি দূর্ঘটনায় পতিত হয়, তখন আহত অবস্থায় ফেলেই সংশ্লিষ্টরা পলায়ন করে। অনেককেই মৃত্যু বরণ করতে হয় অসহায়ভাবে। এদের জীবনটা এখানে ফেরারী আসামীর মতোই দূর্বিসহ। কেউ কেউ এভাবে মানবেতর জীবন যাপন করছে বছরের পর বছর। দেশেও যেতে পারছে না।

দেশে যেতে হলে পুলিশে সারেন্ডার করতে হবে। আর সারেন্ডার করলে জেলে যেতে হবে। কয়েকদিন পূর্বে আমাদের পরিচিত একজনকে নির্দয় প্রহার করে কিছু ভারতীয় দূর্বৃত্ত ওর মোবাইলটি কেড়ে নেয়। পুলিশ এলেও কেউ সঠিক অভিযোগ উত্থাপন করতে পারেনি তার অবৈধ অবস্থানের কারণে। এমনকি চিকিৎসার জন্য তাকে হসপিটালে নেয়াও সম্ভব হয়নি।

তাই সকলের প্রতি অনুরোধ কেউ দালালদের প্ররোচনায় ভুলে ফ্রি ভিসায় এদেশে আসবেন না। এ বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকেও যথাযথ ব্যবস্থা নেয়া দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।