আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ময়ে হয় নামের জাগরণ

জাতে মাতাল তালে ঠিক...

মূর্ত নাম ধরে ডাকলে বলো, ভালো লাগে না; তবে কিভাবে হয় সম্বোধন? অতলে হারাবার আগে তুমি বললে নিঃশ্বাসে বুঝে নেবো তুমি এসে গেছো। পুরানো কথা, নাটুকে সুর। যাক তবে নাম ভুলে ছড়াবো নিঃশ্বাস। এই কথা রয়ে গেল। বাগান বাহার তুলে রোশনি ছড়াতে ছড়াতে পিয়াস বাড়ায়।

মৌতাতে হুশহারা হয়ে নাম খুঁজি গোলাপ, শিউলি, নয়ন তারা...অজস্র নামেও থামে না চাকা, ও বন্ধু কীভাবে হতে পারে নামেতে বিরাম, তুমি বলো মুগ্ধতার কোন নাম হতে পারে না; অনির্দিষ্ট প্রচ্ছদে তার একটিই প্রকাশ, একটি অনুভব মুগ্ধতা, নিরন্তর, মুগ্ধতা... দ্বন্দ্ব বিশ্বাস পোক্ত হবে ভেবে নিয়মের বেড়াজাল পাতি, নাম বন্দনায় গাই নামিতের গান। শঙ্কায় জমে ভক্তির রস। বাঁধনে, নিয়মে হে বন্ধু এতো চক্রের খেলা, কী করে ভাঙি? তুমি শোনালে চক্র পেরিয়ে, হাল এ তুমি মাতাল হবে, না নিয়মে না বাঁধনে ফিরবে। নামের বন্দনা থেমে যাবে এখানে আদি অন্তে তুমিই জুড়াবে তোমার স্বাদ। বিমূর্ত কতক শব্দমালায় বোধের দেয়াল ভাঙ্গার দুঃসাহসে অপরাধ হয়।

প্রিয়তম নাম নিতে গেলে অভিমানে তাই ছুটে উল্টো পথে। আমায় চেনাবে এমন নিঃশ্বাস জমে না বুকে, হারাবো ভেবে নিয়ম করে ভুলে ডাকি নাম। বদনসিব হাল এ উত্তরণের পূর্বে অযথায় নাখোশ দিল,বিশ্বাস করো একবার যদি হাল এ তাল পাই তবে শিগগির খুলে দেবো মকামের দ্বার। কী ভেবে কথা বলো ফের মকামে পৌঁছবে সে লোভ রাখো, নাম জপে খেলাতো হয় অনুভবে; হাল এ যে শিকল ছিঁড়বে বলে মাতাল হয়, বেখেয়ালে আরাধ্য নাম ভুলে নিজেই হয় সিংহাসন নিজেই হয় সমঝদার। সে এক ঘোর, তুমি বা যে কেউ পেরোবে পেরোবে করে অনন্তচক্রের মায়াবন্ধন পরে মাশুককেই খুঁজে ফেরো জীবন জুড়ে।

সাঙ্গকালে এটুকুই হয় সান্ত্বনা। মকামের রাস্তা উদ্ধার সে স্মৃতিলুপ্তির আগে নয়, জীবন্মৃত না হয়ে, প্রাণে প্রাণে না ধরলে মকামের দ্বার খুলবে না। ঝলকে পাগল হয়ে নামে কে করছে যিকির? মুগ্ধ রাখাল বিস্ময়ে জ্বালে নামের প্রদীপ। স্বকীয়তা এ কেমন কথা, কী জাল পাতছি এ সরল বুকে? নামের বালাখানা সে যদি অসারও হয় হোক, অনুভবের ধারাপাত পেয়েছি নামের দায়ে। শব্দগুচ্ছের বিমূর্ত সিঁড়ি বেয়ে হাল মোকামের রাস্তা ধরি, একনিষ্ঠ যিকিরের সরল পথে দেহের অন্তরালে অণু কণায় হয় জটিল বিভাজন।

অলক্ষ্যে আরাধ্য ছুটে আসে হাতের মুঠোই। অতঃপর পরম শূন্য হবে তোমার আধার; দেহ বিরহের তাপে পুড়ে বিদেহে গড়বে আসন। বদ্ধনাম পেরিয়ে তখন আসে নির্মাণের সময়। পরিশুদ্ধ ইচ্ছের নামে সাজাও প্রিয় সব বিস্ময়ের নাম। (ইয়াছিন আরাফাত)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।