আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল কলেজ হাসপাতালের রক্তে এইচআইভি

The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্তে এইচআইভিসহ কয়েকটি মারাত্মক রোগের জীবাণু পাওয়া গেছে। অন্য জীবাণুগুলো হচ্ছে হেপাটাইটিস বি ও বিভিন্ন যৌনবাহিত রোগের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুদ্দিন আহাম্মেদ শনিবার সাংবাদিকদের এ তথ্য প্রকাশ করে বলেন, হাসপাতালের জন্য সংগৃহীত রক্ত পরীক্ষা করে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। ডা. শামসুদ্দিন বলেন, মোট ২৪ ব্যাগ রক্তের মধ্যে একটিতে এইচআইভি পাওয়া যায়। অন্যগুলোতে পাওয়া যায় বাকি তিন ধরনের ভাইরাস।

এ কারণে ওই ২৪ ব্যাগ রক্ত নষ্ট করা হয়। তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধানীসহ যেসব স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত সরবরাহ করে তাদের কারোরই ডোনারের কাছ থেকে রক্ত সংগ্রহ করার অনুমতি নেই। সন্ধানী, আরবিডিসি, ফ্রেন্ডস ফাউন্ডেশন এবং মেডিসিন ক্লাবসহ আরও কয়েকটি সংগঠন এ হাসপাতালে রক্ত সরবরাহ করে। এদের কারোই রক্ত পরীক্ষা করার প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যন্ত্রপাতি নেই বলেও ডা. শামসুদ্দিন জানান। তিনি বলেন, এরা গৃহস্থালী কাজে ব্যবহৃত রেফ্রিজারেটরে রক্ত সংরক্ষণ করে।

ডা. শামসুদ্দিন বলেন, সরকারি হাসপাতালের নিজস্ব টেকনোলজিস্ট এবং সরকার অনুমোদিত ল্যাব টেকনোলজির ওপর ৪ বছরের কোর্স সম্পন্নকারীই কেবল আইন অনুযায়ী রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করতে পারেন। তিনি বলেন, এ ছাড়া রংপুর শহরে ৭৫টির মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তাদের কারোরই রক্ত সংগ্রহ, বিক্রয় বা সংরক্ষণ করার অনুমতি নেই। প্রয়োজনীয় পরীক্ষা না করেই রক্ত গ্রহণ করে রংপুরে অনেকেই প্রাণঘাতী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে ডা. শামসুদ্দিন জানান। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবী সংগঠন আরবিডিসির পরিচালক ডা. সোহেল রানা জানান, রক্তে ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করার কোনো যন্ত্রপাতি বা প্রশিক্ষণ তাদের নেই। সুত্রঃ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর, জুন ০৬
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.