আমাদের কথা খুঁজে নিন

   

অ্যামেরিকান আইডলে ভোট কারচুপির অভিযোগ

The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!
সংগীত প্রতিযোগিতা অ্যামেরিকান আইডলে অংশগ্রহণকারীদের ভোট দিতে শুধুমাত্র এটিএন্ডটির নেটওয়ার্ক ব্যবহার করতে হয়৷ অভিযোগ উঠেছে, এবছর অ্যামেরিকান আইডল খেতাব জয়ী ক্রিস অ্যালেনকে ভোট দেয়ার জন্য আরকনস রাজ্যে দুটি পার্টিতে বিশেষ প্রযুক্তি নিয়ে হাজির হয় এটিএন্ডটি কর্মীরা৷ সেখানে একবারে ১০টি ভোট দেয়া যায় এমন ক্ষমতার ৮০টিরও বেশি মোবাইল ফোন বিতরণ করা হয় অ্যালেনের সমর্থকদের মধ্যে৷ অ্যামেরিকান আইডলের নিয়ম অনুযায়ী, এধরণের প্রযুক্তি ব্যবহার করে ভোট দেয়া অবৈধ৷ সেই পার্টিতে থাকা অ্যালেনের এক সমর্থক অবশ্য দাবি করেছেন, এটিএন্ডটি-র মোবাইল ব্যবহার করে অ্যালেনকে ১০,৮৪০ বার ভোট দিয়েছে সে৷ অবশ্য, এটিএন্ডটি কর্তৃপক্ষ পার্টিতে কর্মী পাঠানোর বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছে, তারা শুধুমাত্র অ্যালেনকে ভোট দেখানোর নিয়মাবলী দেখাচ্ছিল৷ কিন্তু এর ফলে প্রাপ্ত ভোট অপর প্রতিযোগী অ্যাডাম ল্যাম্বার্ট এর জন্য কোন ঝামেলা তৈরি করেনি৷ এটিএন্ডটি আরো জানিয়েছে, বিজয়ী প্রার্থী নয়, প্রতিযোগিতাকে উৎসাহিত করে এটিএন্ডটি ভবিষ্যতে এই বার্তা কর্মীদের কাছে পৌঁছে দেবে এদিকে, টিভি নেটওয়ার্ক ফক্স জানিয়েছে, সম্পূর্ণ ভোটিং ব্যবস্থা তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে৷ বিজয়ী নির্ধারণে কোন ধরণের ভোটিং কারচুপি করা হয়নি৷
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।