আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রভাত

আহসান জামান

রাত উপচে আলোর মুখ, সুপ্রভাত; সুনীল শুভ্রতা, মায়ের আঁচল জুড়ে প্রশান্তির কুচি কুচি কোমলতার সমাহার। বেড়ে ওঠে আশপাশ, আবারও মানুষের আনাগোনা - সেই পথচলা; ভীড় বাড়ে, ভীড়ের ভিতর। পাখিরা করে কলতান ডালে ডালে, কৃষাণ চষে জমিনের বুক। কতদূর দেখা যায় আর; শীতকুয়াশার চাঁদরমোড়া সকাল ... প্রবাসীবিছানায় পড়ে থাকে কেবল লালচে ঘুমচোখ, আর সেই পুরানো বিগতরাত; ঝড়-থামা ক্ষণের তচনচ চারিদিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।