প্রতিদিন পিসি তে অনেক কাজ করি আমরা। যার ফলে পিসি তে জমা হ্য় হাজার হাজার জাঙ্ক ফাইল।
আমরা সফ্টওয়্যার ইনস্টল করি, আবার আন-ইনস্টল করি। পিসির রেজিস্ট্রি তে প্রচুর রেজিস্ট্রি এন্ট্রি হয়। যার ফলে পিসি সঠিক পারফমেন্স দেখাতে পারে না।
নেটে বিভিন্ন সময় স্পাই ওয়্যার আমাদের আ্যাটাক করে। ফলে পিসি স্লো হয়া যায়।
মাঝে মাঝে আমরা আমাদের পিসির পারফমেন্স বাড়াতে সিস্টেম অপটিমাইজেসন করতে চাই। কিন্তু সব সফ্টওয়্যার ফ্রীতে পাওয়া যায় না।
আমরা ইন্টারনেট এর স্পিড বাড়ানোর জন্য সফ্ট খুজি ।
পাই না।
এই সবকিছু যদি একজায়গায় পাওয়া যায় তাইলে কেমন হবে ?
আজ যে সফ্টওয়্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার নাম -Advance system care (ACS).
যা দিয়ে নিম্নোক্ত সুবিধা গুলি পাবেন।
Disk check, disk cleaner, game booster, internet booster,smart ram, registry fixer, defragment, security defense, ইত্যাদি।
সফ্টওয়্যারটির ব্যবহার খুব সোজা। সফ্টওয়্যার টি নেট থেকে নামিয়ে ইনস্টল করুন।
তারপর কিছু অপসন আছে -যেমন- maintain wondows, diagnose system,utilities.
***ব্যবহার : যে কোনো একটা অপসনে ক্লিক করুন। তারপর scan বাটনে ক্লিক করুন। সফ্টওয়্যার টি scan শেষ করলে , সে দেখাবে কি কি সমস্যা আছে। তারপর repair বাটনে ক্লিক করুন।
দেখুন কি হয় !!!
Disk check, disk cleaner, game booster, internet booster,smart ram, registry fixer --- এই অপসন গুলি utilities এর অংশ।
utilities এ যায়া উপরের যেকোনো ১টা তে ক্লিক করুন। তারপর *** উপরের পদ্বতি ইউজ করুন।
সফ্টওয়্যার টির সাইজ - ৭.৮০ মেগা। ব্যবহার খুব সহজ। আমি গত দুমাস ধরে ব্যবহার করছি।
এক্সপি, ভিসতা যেকোনো কিছুতে ব্যবহার উপযোগী।
ডাউনলোড করুন : Click This Link
ব্যবহার করে জানাবেন কেমন লাগলো।
ধন্যবাদ - সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।