আমাদের কথা খুঁজে নিন

   

ড্রোন থেকে বাঁচতে আল কায়দার অস্ত্র সুন্দরীদের স্বপ্ন

ভালো থেকো বন্ধুরা মার্কিনীদের ড্রোন ( চালক বিহীন যুদ্ধবিমান) হামলা জঙ্গিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অনেক কষ্ট করে দুর্গম অঞ্চলে জঙ্গিরা ঘাঁটি বাধে। সেই ঘাঁটি থেকে তৈরি হয় বিশ্বকে ত্রস্ত করার নানা ছক। কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ করে আকাশ থেকে বোমা ছুঁড়ে সব কিছু তছনছ করে দেয় সেই ড্রোন। এই ড্রোন এখন পাক-আফগান ভূখণ্ডের জঙ্গিদের কাছে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে।

বিশ্বের পয়লা নম্বর জঙ্গি সংগঠন আল কায়দার কাছেও ড্রোন হয়ে উঠেছে বিভীষিকা। সেই ড্রোন হামলা থেকে বাঁচাতে নান কৌশলের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেহাদিদের। এই জন্য আস্ত একখানা বইও লেখা হয়ে গিয়েছে। ইংরেজিতে লেখা বইতে ড্রোন হামলা থেকে বাঁচতে বেশ মজার কৌশলের কথা বলা হয়েছে। সেই বইতে লেখা হয়েছে, 'যখন ড্রোন তোমার মাথার ওপর, ঘাবড়ে যেও ন, সাহস বাড়াও।

অন্য কিছু চিন্তা কর, এই যেমন ধর স্বর্গের বাগানে তুমি কুমারী এক সুন্দর মেয়ের হাত ধরে ঘুরছো। দেখবে সেই সুন্দর চিন্তা তোমায় বিপদের সময় সাহস জোগাবে। ' সঙ্গে লেখা হয়েছে দূর থেকে আওয়াজ শুনে কিভাবে বোঝা যাবে ড্রোন আসছে। সেই আওয়াজ শুনে যত কম সময়ে পালানো যায় তার কৌশলও লেখা হয়েছে। মোবাইল ফোন, ল্যাপটপ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

এই বইয়ের যিনি লেখক সেই সমীর খান আবার গত সেপ্টেম্বরে ড্রোন হামলাতেই মারা যান!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।