আমাদের কথা খুঁজে নিন

   

চায়নায় যাইতাম



বসের ঠেলা খাইয়া বেইজিং যাইতে হইবেক। চাইছিলাম যাইতে ইউরোপ- আম্রিকা....কিন্তু কথায় বলে - আমি যাই বঙ্গে আর আমার কপাল যায় সঙ্গে.. চোখের সামনে অফিসের টম/ডিক/হ্যরি সবাই সাদা চামড়ার মানুষগো দেশে ঘুইরা আইল.... কত্ত মজা কইরা ছবি দেখাইল...আর আমার কপালে পড়ল নাক- বোচাগো দেশ......ধুর... এত তেল দিলাম আর ফল এই হইল ক্যান? যাই হোক, ব্লগের ভাই-বেরাদর ও আপুমনিরা....... বেইজিং এ যারা গেছেন বা সেই দেশেই থাকেন... তারা কি একটু এই অধমের পোস্টে আওয়াজ দিবেন? অথবা যাদের পরিচিতরা সেখানে গিয়েছেন তারা কোথায় কোথায় ঘুরতে গেছেন? সেইখানে কি কি দেখার আছে? আমি একটা লিস্টি বানানের টেরাই দিছিলাম.... মগর ১০ দিনের টুরে গ্রেট ওয়াল ছাড়া আর কই যামু, কেমনে যামু কিছুই বুঝতাছি না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।