আমাদের কথা খুঁজে নিন

   

আবৃত্তি শুনছি, আপনারাও চাইলে শুনতে পারেন......

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

মনটা ঠিক ভাল নেই, কেমন যেন অস্থির, বিব্রত......কি যে ঘটছে আশে পাশে, কাছে-দূরে...... তাই চাই মন ভাল করতে, দুপুর থেকেই আবৃত্তি শুনছি, একটু একটু করে হালকা হচ্ছে মন......... এক গাঁয়ে, কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর, আবৃত্তিঃ শিমুল মোস্তফা বৃষ্টি মানে, কবিঃ মোফাজ্জল করিম, আবৃত্তিঃ শিমুল মোস্তফা রূপসী বাংলা, কবিঃ জীবনানন্দ দাশ বনলতা সেন, কবিঃ জীবনানন্দ দাশ প্রস্থান, কবিঃ হেলাল হাফিজ, আবৃত্তিঃ শিমুল মোস্তফা যাতায়াত, কবিঃ হেলাল হাফিজ, আবৃত্তিঃ মোঃ আশরাফ হোসেন আমি ভালবাসি মেঘ, আবৃত্তিঃ মহিদুল ইসলাম, শারমীন লাকী শেষের কবিতা, কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর রবি হারা, কবিঃ কাজী নজরুল ইসলাম, আবৃত্তিকার কবি নিজে কেউ কথা রাখেনি, কবিঃ সুনীল গঙ্গোপাধ্যায় পেয়ে গেলাম রবীঠাকুরের নিজের কন্ঠে গাওয়া একটি গান, যদিও পোস্টের টপিকের সাথে মিললো না, তবুও শেয়ার করলাম, আমি আজ এই প্রথম শুনলাম বলেঃ অনেক ছোটবেলায় রেডিওতে নজরুলের স্বকন্ঠে গান শুনেছিলাম, কি যে ভাল লেগেছিল, অপূর্ব সে কন্ঠ!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।