আমাদের কথা খুঁজে নিন

   

তথ্য প্রযুক্তি সক্রান্ত ব্যবসা

রাসেল মল্লিক

আচ্ছা আমরা যারা তথ্য প্রযুক্তি-র সঙ্গে যুক্ত বা নিদেনপক্ষে কম্পিউটার চালাতে পারি এবং সাথে ইন্টারনেট ব্যবহার করি, তাদের প্রথমে কি করা লাগে? একদম প্রথমে একটা কম্পিউটার লাগে। কম্পিটার বাজারে চলে যান, একটা ভালো কম্পিউটার যদি আপনি ৪০,০০০-৫০,০০০ টাকার নিচে কিনে আনতে পারেন তবে আমাকে অবশ্যই জানাবেন। তবে কি এর কমে আপনি কম্পিউটার পাবেন না? অবশ্যই পাবেন এবং তা দিয়ে আপনার সম্পূর্ণ চাহিদাই পূরণ করা সম্ভব। কিন্তু, এমনভাবে বাজারে প্রচার প্রপাগান্ডা চালানো হইতেছে যে, আপনার চাহিদা পূরণ করার মত একটা সেলেরন কম্পিউটার আপনি ২০-২২ হাজারে কিনে আনতে পারবেন ঠিকই কিন্তু মনে হবে, ভালো কম্পিউটার কিনতে পারলানম না!! এখানে ভর করেই আমাদের উপর ব্যবসা করে যাচ্ছে ইন্টেল বা বড় বড় কম্পিউটর প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। অতিদ্রুত নতুন নতুন ভার্ষন বাজারে আনছে তারা, পি১, পি২, পি৩, পি৪, ডুয়েল কোর, কোর টু ডুউর, আরো কত কি... এতগুলো ভার্ষন আমরা বাংলাদেশে দেখলাম গত ৮-৯ বছরের মধ্যে।

অথচ বাংলাদেশে কম্পিউটর এসেছে কত বছর? ১০ কি ১২ বছর। এতো ভার্সন কি কাজে লাগে? একটা কম্পিউটর কিনে আপনি বছর ঘুরতে না ঘুরতে আর কোন যন্ত্রাংশ খুজে পান না। এর পেছনে কাজ করে আরো আরো আরো অধিক মুনাফা অর্জন করার কুট কৌশল... নতুন ভার্সণ বাজারে আসছে.... আমাদের দেশও বিনা শুল্কে ওই সব পণ্য প্রবেশের সুযোগ করে দিয়েছে... ব্যবসায়ীরা করে যাচ্ছে ব্যবসা। অথচ আমরা এখনো যা কার করি (কম্পোজ, ইমেইল করা বা ছোট খাট গ্রাফিক্স এর কাজ) তার জন্য পি৩ ও যথেষ্ট ছিল। এ তো গেল শুধু হার্ডওয়্যারের কথা... সফ্টওয়্যার নিয়েও একই ধরনের কথা বলা সম্ভব।

সবে সুখের কথা ... সফ্টওয়্যারের ক্ষেত্রে মুক্ত সফ্টওয়্যার একটি আন্দোলন হিসেবে গড়ে উঠছে। এতে হয়তো আমরা ইউজাররা কিছু লাভবান হবো। রাসেল মল্লিক ৩১ মে, ২০০৯


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.