আমাদের কথা খুঁজে নিন

   

KHERO PATA/খেরো পাতা - একটি শীঘ্র প্রকাশিতব্য UK based Bengali literature Mag/সাহিত্য সাময়িকী।

হাতে হাত রেখে এস পথ চলি

“খেরো পাতা'' (লেখনীতে ভাঙি মগজের মরিচা) KHERO PATA/খেরো পাতা - একটি শীঘ্র প্রকাশিতব্য UK based Bengali literature Mag/সাহিত্য সাময়িকী। যুগ যুগ ধরে বাংলাদেশী প্রবাসীরা বিশ্বের দরবারে বাঙালী শিক্ষা-সংস্কৃতি এবং সুনাম কে উজ্জ্বল করে চলছে। বিশেষ করে লন্ডনে বাংগালী কমিউনিটি তার কৃষ্টি এবং ঐতিহ্য কে তুলে ধরার জন্য ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করছে নানা ভাবে। সেই প্রচেষ্টারই একটি নতুন সংযোজন ভিন্ন আংগিকে সাজানো আমাদের শীঘ্র প্রকাশিতব্য সাহিত্য সাময়িকী - “খেরো পাতা ”। প্রতিদিন ভাবনা কত, দিনরাত; এ নিয়ে ও নিয়ে, কখনো ছন্দযোগ, কখনো নিরেট ব্যাকরন।

ভাবনা এসে পাশে বসে ছায়া হয়ে হাটে, দিনযাপনের অষ্টপ্রহর ভাবনায় বসবাস। ভাবনার আদরে স্নান, ভাবনার চোখ রাঙ্গানোয় নির্ঘুম। তাই বুঝি আঁকি-বুকি অত কাগজের আঙ্গিনায়। সরল ঋজু জ্যামিতিক হাজারো ভঙ্গিমায় সরব সজল কিংবা হাস্যোজ্জ্বল উপস্হিতি। কখনো আদরে নোট বইয়ের ভাঁজে ভাঁজে ঘুম পাড়িয়ে রাখা, কখনো প্রহর পরিক্রমার ঘর্ষনে গর্জনে ছড়াতে থাকে এ ধারে ও ধারে নিরোপায় স্ফুলিঙ্গের মতো।

এক কাজ করুন, ভাবনার সব স্ফুলিঙ্গ গুলো ধরে বেঁধে কবিতা কি গল্প কি প্রবন্ধ কি ছড়া কিংবা কোন পূ্র্বমিত শ্রেনীতেই পড়ে না এমন বাঁধনে বেঁধে আমাদেরকে পাঠিয়ে দিন। ‘খেরোপাতা’র পত্রপল্লবে উঠোনে চৌহদ্দীতে, খেরো ভাবনার শতেক আলোকচ্ছটা জ্বালিয়ে, সবাইকে দেখাই, সবাইকে দেখাবো আমরা। ন্যাকামো বাদ দিয়ে বলি সাহিত্য এবং শুধু সাহিত্য দিয়ে সাজানো আমাদের মুখপত্র ‘খেরোপাতা’য় আপনাদের লিখা চাই। ভাল থাকুন, সাথে থাকুন। •লিখা অবশ্যই ১৫ জুন, ২০০৯ এর মধ্যে পাঠাবেন ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: সাগর (0044788 179 3871), বখতিয়ার (00447949738616), মুরাদ (00447824904695), ডালিম (0044788 627 3042), ফজলু (0044779 218 3826),বোরহান(00447877305756)। ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা: লেখা ডাকে পাঠানোর ঠিকানা; KHERO PATA 20 Fothergill Close London, E13 0LJ UK.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।