আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্য-২

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

১. কষ্ট হৃদয় চিরে যার নাম লিখি, সে বড় সযতনে ছুরি চালায় এ বুকে। ২. যেভাবেই হোক, যেখানেই হোক পলকে পলকে ভাবিছি তোমায়, স্বপনেতে হয় দেখা। বলতে হবে কথাগুলো তোমায় কাছে-দুরে এথা-সেথা। ৩. একটি স্বপ্নের তৈলচিত্র হৃদয়ের শত বেদনা মম হৃদয়ে করিছে বাস, যতই গড়িছে কাল ততই করিছে আমায় গ্রাস। মনের কষ্ট কহিবারে আজি নাই কেহ মোর পাশে, আসিবে একদা সেই রমনী দিন গুনি এই আশে। ৪. পকেট জগতের যাবতীয় আনন্দ-হাসি গর্ভে করে ধারণ, প্রসব করছ যত্রতত্র; এমনি লীলা তব। শুন্য, অসার যখন নিঃশেষিত কাগুজে প্রাণ। ৫. আলপিন আলপিন, সূচাগ্র আলপিন! ক্ষুদ্র অতি শীর তব, কী অসহ্য যন্ত্রণা- মলিন চুম্বন স্পর্শে ত্বক ক্ষণিক যবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.