আমাদের কথা খুঁজে নিন

   

আদমবোমা (সলিমুল্লাহ খান) প্রকাশিত

স্বপ্ন, সংবাদ, সিনেমা নিয়ে হ-য-ব-র-ল
সলিমুল্রাহ খানের নতুন বই আদমবোমা প্রকাশিত হয়েছে। আগামী প্রকাশনী এবং এশীয় শিল্প ও সংস্কৃতি সভা যৌথভাবে বইটি প্রকাশ করেছে। ইতিহাস কারখানা গ্রন্থমালার ২য় ভাগ আদমবোমার সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান। সহকারী সম্পাদক: সুরাইয়া জান্নাত সুমি, তানিয়া সুলতানা এবং সুমন আরেফিন। মুর্তজা খাতুজিয়ানের তৈলচিত্র অবলম্বনে বইটির প্রচ্ছদ এঁকেছেন শিবু কুমার শীল।

২৯৩ পৃষ্ঠার বইটির দাম ৩২০ টাকা। পরিচিতি (ফ্ল্যাপ) ‘যে কোন মূল্যে’ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিতে হইবে। এই শপথবাক্য নিত্য যাঁহারা উচ্চারণ করিয়া থাকেন তাঁহারা নিজেদের বলিয়া থাকেন ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী’। সবার উপরে স্বাধীনতা সত্য, তাহার উপরে নাই। স্বাধীনতার নিকট শুদ্ধ প্রাণ নহে, খোদ ন্যায়বিচারও তুচ্ছ।

এমনকি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাইতে হইলেও স্বাধীনতা রক্ষা করা ন্যায্য। যাঁহারা এই দাবি তোলেন তাঁহাদেরই অপর নাম প্রকৃত প্রস্তাবে ‘স্বাধীনতা-ব্যবসায়ী’ বা লিবারেল। এই বইয়ের ১৮ প্রবন্ধে সলিমুল্লাহ খান নানান দিক হইতে প্রশ্ন তুলিয়াছেন লিবারেলিজম বা স্বাধীনতা-ব্যবসায় মতবাদটি কেন এই স্ববিরোধে পরিপূর্ণ। আরব নৃবিজ্ঞানী তালাল আসাদ দেখাইয়াছেন আধুনিক জগতের জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠাতারাই সাম্প্রতিক আত্মঘাতী বোমাবাজগণের পূর্বপুরুষ। তাহার বহু আগে ফ্রানৎস ফানোঁ দেখাইয়াছিলেন এই ব্যবসায়ীদের তত্ত্বজ্ঞানী হেগেলের দুনিয়ায় দাস শ্রেণীর বাসনা শ্রমের মধ্যে সীমিত বা নির্দিষ্ট।

মেহনত-প্রমেহনতেই তাহাদের মুক্তি। ফানোঁর দুনিয়ায় দেখা যায় ইহার বিপরীত দৃশ্য। সেই দুনিয়ায় দাস শ্রেণীর বাসনা শ্রমে নহে, বরং শাসনে। দাসেরা সেখানে মনিব অর্থাৎ শাসক শ্রেণী হইতে চাহে। সলিমুল্লাহ খান আদমবোমার মধ্যে এই বাসনারই ভাষা খুঁজিয়া পাইয়াছেন।

তাঁহার বিচারে আদমবোমা শুদ্ধ পদার্থ নহে, পদও বটে। পদ ও পদার্থ যেখানে একাকার হয় তাহাকে বলে সম্বল বা সিম্বল। আত্মহত্যা করিয়া কেহ স্বাধীন হয় না এ কথা সত্য কিন্তু আত্মহত্যার সম্ভাবনা হিসাবে না লইলে স্বাধীনতার কোন ভিত্তিই থাকে না। মহাত্মা গান্ধি হইতে স্যার বিদিয়াধর সুরজপ্রসাদ নাইপল, পণ্ডিত এডোয়ার্ড সায়িদ হইতে কবি শামসুর রাহমান পর্যন্ত স্বাধীনতা-ব্যবসায়ের নানান রূপ এই বইতে দেখানো হইয়াছে। তাহা হইলে মানব জাতির ভবিষ্যৎ কী? সূচিপত্র প্রবেশিকা ১১ প্রভুর অর্থ ভৃত্যের প্রার্থনা ১৭ পূর্বাভাস ১ স্বাভাবিক জরুরি অবস্থা ২৯ আদমবোমা ২ আদমবোমা: পশ্চিমা সাম্রাজ্যের বর্ণপরিচয় ৪১ ৩ আদমবোমা: আত্মহত্যা না সত্যাগ্রহ ৪৯ ৪ আদমবোমা না স্বাধীনতা-ব্যবসায় ৬৬ ৫ সাম্রাজ্যবাদের যুগে দুই বিশ্বের কবিতা ৮৬ যুদ্ধ ও সাম্রাজ্য ৬ আফগানিস্তানে মার্কিন যুদ্ধের আগাম ফলাফল ১০৯ ৭ অন্যায় ও ন্যায়যুদ্ধ ১১৬ ৮ যুদ্ধ ও সাম্রাজ্য ১২৭ ৯ না ক্রুসেড না জেহাদ ১৩৭ সাম্রাজ্য ও সংস্কৃতি ১০ আধুনিক ও উত্তরাধুনিক ১৫১ ১১ এডোয়ার্ড সায়িদের ‘প্রাচ্যব্যবসায়’: বিষয় সাম্রাজ্যবাদের বিদ্যাবুদ্ধি ১৬০ ১২ এডোয়ার্ড সায়িদ, এসলাম ও সন্ত্রাসবাদ ১৭১ ১৩ কঙ্করবোমা: ফ্রয়েড, এডোয়ার্ড সায়িদ ও এয়ুরোপের বিজাতি ১৭৯ ১৪ কাব্রালনামা: প্রাণ, পরিচয় ও ইজ্জত ১৮৪ ১৫ আপন ও পরবুদ্ধিজীবী ১৯০ সত্যের প্রয়োগ ১৬ ভারতের পরমাণু বোমা ও মহাত্মা গান্ধি ২০৩ ১৭ স্যার বিদিয়াধর সুরজপ্রসাদ নাইপলের অখণ্ড ভারত ২১০ ১৮ একবাল আহমদের ১৯৭১ ২৩০ সংবর্ধনা ১ Charles Baudelaire: Abel et Caïn ২৪৫ ২ শার্ল বোদলেয়ার: হাবিল ও কাবিল ২৪৭ ৩ শামসুর রাহমান: স্যামসন ২৪৯ ৪ হাসান ফেরদৌস: নাইপলের পাকিস্তান ২৫১ ৫ আহমদ ছফা: কবি ফররুখ আহমদের কি অপরাধ? ২৬৫ ৬ কুরিহারা সাদাকো: কালো আণ্ডা ২৬৯ বোধিনী ২৭৯ দোহাই ২৮৫
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.