আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাপিড শেয়ার নিয়ে কিযে করি, হায়রে!

সুন্দর সমর

রেপিড পিডশেয়ার ওয়েব সাইটের নাম শুনলেই আমি চমকে উঠি। কারণ এই ফাইল হোস্টিং সাইট থেকে ফাইল নামাতে যেয়ে পায়ের ঘাম মাথায় চলে আসার যোগাড় হয়। কিন্তু ফাইল নামে না। বিশ্বাস করেন, কথাটা বাড়িয়ে বলছি না। পায়ের ঘামই মাথায় চলে আসে।

অনেক ব্লগার নানা মহাজনী পন্থা বাতলিয়েছেন রেপিড শেয়ার থেকে ফাইল টেনে বের করা জন্য। কিন্তু এসব ‘ফর্সেপ’ দিয়ে ওখান থেকে ফাইল ‘প্রসব’ করাতে পারি নি। আর পয়সা দিয়ে র্যা পিড শেয়ারের প্রিমিয়াম একাউন্ট কেনার মতো মাল নেই, থাকলেও কিনতাম কিনা সে প্রশ্ন কেউ করলে, আমি না সূচক উত্তর দেব জ্ঞান থাকা পর্যন্ত। যা হোক, কেউ কি একশ ভাগ নিশ্চয়তা সহযোগে রেপিডশেয়ার থেকে ফাইল নামানোর পথ বাৎলে দিতে পারেন? আছেন কোনো সজ্জন? সাড়া দিন। আর আগাম ধন্যবাদ নিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।