আমাদের কথা খুঁজে নিন

   

IIUC তে ইন্টার সেমিস্টার ক্রিকেট অনুষ্টিত!

পথ অনেক আমরা সত্যের পথে

আন্র্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সিটি ক্যাম্পাসের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের তৃতীয় সেমিস্টারের মধ্যে অনুষ্টিত হয়ে গেল ক্রিকেট ম্যাচ। ছাত্ররা দুটি দলে বিভক্ত হয়ে দুপুর ঠিক ১২.৩০ মিনিটে খেলা শুরু করে। এ দলে ছিল- পারভজে, আশরাফুল, সেহান, মোস্তফা, রুমেল, আরমান, আরিফ সহ আরো অনেকে। বি দলে ছিল- অনন্ত, শিমুল, প্রিতম, মুন্না, পলেন, রিয়াদ, জিল্লু সহ আরো অনেকে। শুরুতে টসে জিতে এ দল ব্যাটিং এ যায়। স্কোর কার্ড: প্রথম ইনিংস- এ দল- ১. পারভেজ- ৩৪(রান আউট, পলেন) ২. আরিফ- ৩৪* ৩. আরমান- ৬* ৪. মোস্তফা- ২* ৫. আশরাফুল-২* মোট (১০ ওভারে ১ উইকেটে ) = ৭৮ রান অতিরিক্ত - ২০ রান সর্বমোট= ৯৮/১ টার্গেট = ৯৯ ২য় ইনিংস- বি দল- ১.পলেন- ৪ ব. স্ট আরিফ ২.মুন্না- ২৬ ক. আরিফ ব পারভেজ ৩.শিমুল- ১৩ রান আউট রুমেল ৪.অনন্ত- ৭ বোল্ড আশরাফুল ৫. প্রিতম- ২ * ৬. রিয়াদ- ১১ * মোট (১০ ওভারে ৪ উইকেটে) = ৬৩ রান অতিরিক্ত - ১০ রান সর্বমোট = ৭৩/৪ ফলাফল: এ দল ২৫ রানে জয়ী। ম্যান অব দ্যা ম্যাচ: পারভেজ আহমেদ বিশেষ ঘোষণা: আগামীকাল ১ম সেমিস্টার (Spring 2009) বনাম ৩য় সেমিস্টার (Spring 2008) এর খেলা অনুষ্টিত হবে দুপুর ১২ টায়। আই আই ইউ সি'র সকল ছাত্রদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোদ করা হল। খেলা অনুষ্টিতব্য স্থান ঃ প্যারেড মাঠ, চকবাজার, চট্টগ্রাম। নিজস্ব প্রতিবেদক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।