আমাদের কথা খুঁজে নিন

   

বল বীর চির উন্নত মম শির



আজ আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ছোট বেলা্য় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকতাম, বিটিভিতে নজরুলের উপর বিভিন্ন অনুষ্ঠান দেখবো বলে। বিশেষ করে নজরুলের বিভিন্ন গল্পের উপর ভিত্তি করে রচিত নাটকগুলো বেশ ভালো লাগতো। নজরুলের 'পদ্ম গোখরা' গল্পের উপর ভিত্তি করে রচিত নাটক 'পদ্ম গোখরা' ছিল আমার খুব প্রিয়। আর সেই নাটকের সেই ডায়ালোগ, "যার চুরি গেছে তারই চোরের হাত চেপে ধরার কথা, অথচ আজ দেখছি চোরই যার চুরি গেছে তার হাত চেপে ধরে"।

পদ্ম গোখরা গল্পটি যারা পড়েছেন তাদের সবারই এটা জানা থাকার কথা। না জনলে গল্পটি পড়ে নিবেন, খুব ভালো গল্প। আমাদের সমাজে এরকম চোর অনেক দেখতে পাবেন, বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে বেশী পাবেন। কারণ ওরা জনগণের টাকা চুরি করে, জনগণেরই হাত চেপে ধরে। আজকাল আর ঐ সব নাটক বা অনুষ্ঠান দেখার সুযোগ নেই।

কারণ এই সুদূর প্রবাসে সেসব দেখার সুযোগ খুবই কম বা নেই বললেই চলে। আজ বাদে কাল আমার ছোট ছেলেটার জন্মদিন। ওর এখন ৯ বছর বয়ষ। ওর জন্ম সিজারিয়ানের মাধ্যমে। যেহেতু সিজার করতে হবে, তাই অনেকটা ইচ্ছা করে কবি নজরুলের জন্মদিনের সাথে ওর জন্মদিনটিও ২৬শে মে ঠিক করেছিলাম।

আমার প্রার্থনা ও একদিন নজরুলের মত স্বধীনচেতা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।