আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে ছোট আইপড ! ! !


জনপ্রিয় এ্যাপল কোম্পানি গত ১১ মার্চ, ২০০৯ নতুন একটি আইপড স্যাফল এর সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। বর্তমানে এটিই বিশ্বের সবচেয়ে ছোট আইপড। এই আইপড স্যাফলটির আকার আগেরটির তুলনায় প্রায় অর্ধেক। এটি একটি পেন্সিল ব্যাটারির চেয়েও ছোট। এটি ১.৮ইঞ্চি লম্বা ও ০.৩ ইঞ্চি চওড়া।

নতুন এই আইপডে প্রায় ১০০০ গান ধারন করা যায় ( ৪গিগাবাইট) । এটিকে পেন ড্রাইভ হিসেবেও ব্যবহার করা যাবে। এর মূল্য রাখা হয়েছে ৭৯ মার্কিন ডলার। মূল আইপডটিতে মাত্র একটি সুইচ আছে, যেটি দিয়ে শুধুমাত্র বন্ধ/চালু এবং স্যাফল সিলেক্ট করা যাবে। এছাড়া প্লে লিস্ট সিলেক্ট, রিওয়ার্ড, ফরওয়ার্ড, ভলিউম কমানো/বাড়ানো ইত্যাদির জন্যে এয়ার ফোনের সাথে তিনটি বাটন আছে।

এর সবচেয়ে মজার ফিচারটি হলো- এর এয়ার ফোনের সাথে সংযুক্ত বাটন গুলোর মধ্য থেকে মাঝখানেরটি প্রেস করলে এটি আপনাকে গানের টাইটেল ও আর্টিস্টের নাম বলে দিবে। একই ভাবে শোনার মাধ্যমে আপনি প্লে লিস্টও সিলেক্ট করতে পারবেন। বর্তমানে এই আইপড স্যাফল ১৪টি ভাষায় কথা বলতে পারে!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.