আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তুরের চিঠি এবং কিছু কথা



কিছুদিন আগে একটি বই বের হয়েছিল। নাম ‘একাত্তুরের চিঠি’। এটাই আজ আমার ব্লগের বিষয়বস্তু। শেষ পর্যন্ত না পড়ে থেমে যাবেন না। বইটির বিবরনঃ দামঃ ২৫০ টাকা।

পৃষ্ঠা সংখ্যাঃ ১২৭ কাগজঃ উন্নত মানের গ্লসি পেপার। মলাটঃ সুদৃশ্য ভারী মলাট। অসাধারন অলংকরন। (একাত্তুরের চিঠি। একটি বই।

বই বললে তৃপ্তি পাব না, একটি জীবন্ত ডায়েরী। আমারা তরুন সমাজ যখন ভাসছি ডিজুসের হাওয়ায়, আমরা যখন ভূলতে বসেছি আমাদের সোনালী অতীত। ঠিক তখনই প্রকাশিত হল এই বই। মুক্তিযোদ্ধাদের আবগের কথা শুনে, তাঁদের আত্নত্যাগের কথা জেনে, তাঁদের মনোবলের কথা জেনে, প্রেরনা পেল এই যুবসমাজ। আবারো পূ্নরুজ্জিবীত হল স্বাধীনতার চেতনা।

কিশোর, যুবক, বৃদ্ধ সবার মাঝে এল বাঁধ ভাঙ্গা জোয়ার। প্রথমা নামের যেই দোকানটি তে এই বই বিক্রি হচ্ছে, সেখানে হুমড়ি খেয়ে পড়ল সবাই। হট কেকের মত বিক্রি হয়ে গেল সব কটি কপি। পূনর্মূদ্রন হল বেশ কয়েকবার। সবার মুখে শুধু একাত্তুরের চিঠি।

সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে ‘প্রথম আলো’ কে। সাথে গ্রামীন ফোন কেও। প্রতিদিন প্রথম আলোতে ছাপা হচ্ছে ধন্যবাদ জানানো চিঠি। ) উপরের বন্ধনীর ভেতরের লেখা গুলো পড়ে আনেকে হয়তোবা চিন্তায় পড়ে গেছেন। ভাবছেন কবে আইল এই জোয়ার? আবার যারা বাস্তব জানেন, তারা ভাবছেন মামা কি কিছু খাইল নাকি? এবার আসি আমার কথায়।

বন্ধনীর লেখাটা আমার কল্পনা। বাস্তব একটু ভিন্ন এবং দুঃখজনক। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার ভার্সিটির পরিচিত প্রায় ৫০ জন বন্ধুর কাছ থেকে জানলাম তারা কেউ এই বইটি কিনে নাই। কারন দাম।

অনেকে হয়তো বলতে পারেন প্রাইভেট ভার্সিটির পোলাপানের এইগুলার প্রতি আকর্ষন একটু কম। এবার আসেন ঢাকা ভার্সিটির কথা। ওইখানেও আমার প্রায় ২০-২৫ জন বন্ধু আছে। তাদের কাছ থেকেও জানলাম একই খবর। তবে কয়েকজন বড় ভাই বইটা কিনেছে।

তাদের সংখ্যা হবে প্রায় ৫। তাহলে আমি আমার ক্ষুদ্র জরিপ থেকে জানতে পারলাম এই বইয়ের বিক্রি সংখ্যা। অন্যান্য গল্পের বই যেখানে এক মেলাতেই ৭-৮ বার মূদ্রন হয়, সেখানে একাত্তুরের চিঠির এখনও প্রথম মূদ্রনই চলছে। আরো দুটি ঘটনাঃ ১. আমি সিএনজি তে করে মোহাম্মদপুর থেকে সায়দাবাদ যাচ্ছি। সোনার গাঁ মোড়ে সিগ্ন্যালে সিএনজি থেমে আছে।

দেখি একটা মেয়ে হকার বলা যেতে পারে। সে একটা বই বিক্রি করছে। আর বইটি হচ্ছে একাত্তুরের চিঠি। এবং তারপরেই একটি মেয়ে এল ১০ টকা দামের কিছু বই বিক্রি করতে। বই গুলোর বিষয় হলঃ স্বপ্নে কি দাখিলে কি হয়, কি পাতা খেলে কি রোগ ভাল হয়।

আমি খুব অবাক হলাম। একাত্তুরের চিঠি বইটি কারা বিক্রি করছে? এই বই তো রাস্তায় হকার বিক্রি করার মত কোন বই না ? ২. কয়েকদিন আগে প্রথম আলোর সম্পাদকীয় পাতায় একটা চিঠি ছাপা হয়েছিল। চিঠিটির বিষয় বস্তু ছিল একাত্তুরের চিঠির চড়া দাম নিয়ে। চিঠির লেখক বইটির চড়া দাম দেখে ফিরে এসেছে। আমিও তাদের মত একজন।

অনেকে বলতে পারেন সে জন্যই আমি এই ব্লগ লিখছি। হতেও পারে। আমার কিছু প্রশ্নঃ ১. বইটির কাদের উদ্দেশ্য করে প্রকাশ করা? ২. যদি উদ্দেশ্য হয় আপামর জনসাধারন, তাহলে তাদের সামর্থ্য কোথায়? ৩. বইটির সর্বস্বত্ত সংরক্ষিত কেন? ৪. এই বইয়ের উদ্দেশ্য যদি শুধুমাত্র মানুষের কাছে এইসব জলজ্যান্ত ইতিহাস তুলে দেয়া, তাহলে কেন এই সংরক্ষন? ৫. আমি যদি নিজ উদ্যোগে মানুষের কাছে এই বইয়ের চিঠি গুলো পৌছে দিতে চাই , তাহলে কি তা হবে অপরাধ? ৬. এই বইয়ের সাথে কি কোন ধরনের ব্যবসা জড়িত? ৭. যদি ব্যবসা থাকে, তাহলে লাভ ও থাকবে। তাহলে কি এর কোন লভ্যাংশ মুক্তিযোদ্ধাদের কাজে ব্যয় করা হবে? ৮. এই বই প্রকাশের সাথে গ্রামীন ফোন জড়িত ছিল। গ্রামীন ফোন বছরে কোটি কোটি টাকা ব্যয় করে কন্সার্ট স্পন্সরে।

তারা কি পারত না সামান্য ভর্তুকি দিয়ে বইটির দাম কমিয়ে আনতে? প্রশ্ন গুলো একান্তই আমার। হয়তো বা ক্রোধ থেকে লিখেছি। আবার হয়তো বা খোঁচা মারার জন্যও লিখতে পারি। তবে, প্রশ্ন গুলোর উত্তর চাই না সমাধান চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.