আমাদের কথা খুঁজে নিন

   

ন্যুড ফিল্মের বিজনেস করে রিলিয়াস মিশনের জন্য ফান্ড রেইজিং.......

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কিছু ডট ডট ডট রয়েছে শেষে। সুবিধাজনক প্রতিক্রিয়ার জন্য শূণ্যস্থান.....ভরাট হবে সময়মত। তবে আজকাল আমাদের মূল>মৌল>মৌলিক মোরাল যেভাবে অশ্বনিতম্বে জমেছে, সেমতে কিছু বিচি চেনা যাচ্ছে না। দাড়িয়ে আছে প্রযত্নে উত্থিত শিবযন্ত্র! আমাদের যৌক্তিক বোধের ব্যাপ্তি থেকে যে উৎকট ধুঁয়োবাদী স্বর বিক্ষেপন সেখানে কনফিউজিং হতে হয়, কি তপস্যা, অধিষ্ঠিত বিশুদ্ধতা; এরা কি কোন ধরণের পরিমাপক সঞ্চালনে স্থির হতে পারে। স্থিতিস্থাপকতার যখন এতই প্রয়োজন তাহলে বরঞ্চ আসুন আমরা অবজেক্টিভ হই।

আধুনিকতাবাদী ডিসকোর্সে সেটা যদি মুখ্য হয় তবে এই উদারনৈতিক প্লাটফর্মে কিন্তু গোত্রপতি থাকতে হবে। কিন্তু এখানে নৈতিকতার পৌর-নিবাসী, মধ্যমানের বিত্তধারীদের মধ্যে একটা সাবজেক্টিভ ইন্টারমিংগলিং বা চুদনকুর্তনের যে অপার স্বাধীনতা সেখানে এইসব মরালিটি দেখানো একধরণের পায়ুঙ্গম - মানে পুরাপুরি উত্তরাধুনিক; এবং যথারীতি পুষ্টিহীন, ভূ-হীন আবলেশ্বরের নর্তন। সেইক্ষেত্রে নুড ফিল্ম বানিয়ে অর্থ কামিয়ে ধর্মের মোরাল শেখানো অনেক বেশী জাতের - এবং এই প্লাটফর্মের জন্য উপযুক্তও বটে। যদি আপত্তি থাকে তবে আমরা মিলেমিশে সবাই সবার নিতম্ব পাশাপাশি করে - একজন ইশ্বরের কথা শুনি; তিনি বলবেন বলবেন বলবেন, আর আমরা কেবল তার জন্য নিতম্ব প্রদর্শন করে যাবো। কিন্তু এখনও আমি এটাকে কমিউনিটি মনে করি - স্টিল ইট বিলংগস টু দ্যাট ঘরানা।

কি বলো কৌশিক?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।