আমাদের কথা খুঁজে নিন

   

আর কত দেখব?



আজকের প্রথম আলোর লীড নিউজের একটা অংশ। তদন্ত কমটি-সংশ্লষ্টি সূত্র জানায়, কমটিরি প্রতবিদেনে বলা হয়, যেকোনো সংস্থার র্কমর্কতা-র্কমচারীদরে দাবি-দাওয়া থাকা অস্বাভিবিক ব্যাপার নয়। বিডিআরও এ ক্ষেত্রে ব্যতক্রিম নয়। তবে বিডিআরের কিছু মামুলি দাবি এত বড় ঘটনা ঘটানোর জন্য যথষ্টে ছলি না। এসব দাবি-দাওয়া সাধারণ বিডিআর সৈনিকদরে মধ্যে বিষবাষ্প ছড়ানোর কাজে ব্যবহৃত হয়ছে মাত্র। এসব দাবি সামনে রেখে মূল কুশীলবেরা নেপথ্যে থেকে পরিকল্পনামাফিক কলকাঠি নেড়েছে। কমিটি এ ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আরও তদন্ত করার সুপারশি করছে বলে জানা গছে। Click This Link আবার সম্পাদকীয় পাতায় সম্পাদক সাহেব লিখেছেন- তদন্ত প্রতবিদেনটি সাধারণভাবে স্বস্তিদায়ক এ কারণে যে, ঘটনার শিকড় যে বড় কোনো ষড়যন্ত্র বা রাজনৈতিক উদ্দেশ্যের মধ্যে নয়, তা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। গত শুক্রবারের প্রথম আলোয় এ-সর্ম্পকিত সংবাদে তদন্ত কমিটি ও সরকারি প্রতিনিধিরি বরাতে যা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, অপাশেন ডাল-ভাত এবং বিভিন্ন ধরনের অনিয়ম ও ভুল-বোঝাবুঝিই ছিলএই র্মমান্তিক ও অভূতর্পূব ঘটনার গোড়ার কারণ। Click This Link হায়! একই দিনের খবরে দুই ধরনের রিপোর্ট! আমি কোনটা বিশ্বাস করব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।