আমাদের কথা খুঁজে নিন

   

কাউয়া রচনা সমগ্র -- ২ (এক্টি তনুজা বাণীচিত্র প্রজোজনা)

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

আপ্নারা আমার বন্ধু কাউয়ার কথা আগেই জানছেন; না জানলেও সমস্যা নাই আর একান্তই জানতে চাইলে নিচের লিংকে যান Click This Link সে এক্টাই রচনা পারে এক্টি নদীর আত্মকাহিনী কাউয়া যত বড় হয়, রচনা গুলাও চেন্জ হয় নীচু ক্লাসে নাহয় সে বটগাছ কাইটা নদীতে ফালায় দিত উঁচু ক্লাসের সমায়নুবর্তিতা, এইম ইন লাইফ ইত্যাদি রচনাতে কাউয়া কি করে সেটা জানানির জন্যই এই পোষ্ট। তোমার জীবনের লক্ষ: লক্ষহীন জীবন মাঝি বিহীন নৌকার মত নদীর স্রোতে বিলীন হয়ে যায়। আর আম্রা যানি নদী প্রকৃতির এক্টা বিষ্ময়কর সৃষ্টি, প্রমত্তা নদী বয়ে চলে আপন গতিতে, তবে বেশী গতিতে চলতে থাকে বলে অল্প দিনেই নদী শেষ হয়ে যায়, তার পথচলার প্রমাণ হিসেবে পড়ে থাকে চর................................ সময়ানুবর্তিতা: সময় এবং নদীর স্রোত কাহারো জন্য অপেক্ষা করে না। আর আম্রা যানি নদী প্রকৃতির এক্টা বিষ্ময়কর সৃষ্টি, প্রমত্তা নদী বয়ে চলে আপন গতিতে, তবে বেশী গতিতে চলতে থাকে বলে অল্প দিনেই নদী শেষ হয়ে যায়, তার পথচলার প্রমাণ হিসেবে পড়ে থাকে চর................................ একটি বর্ষনমুখর সন্ধা: "এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিষায়" আর এই ঘোর বরিষার উৎপত্তি হয় বাষ্পীভূত নদীর পানি থেকে। আর আম্রা যানি নদী প্রকৃতির এক্টা বিষ্ময়কর সৃষ্টি, প্রমত্তা নদী বয়ে চলে আপন গতিতে, তবে বেশী গতিতে চলতে থাকে বলে অল্প দিনেই নদী শেষ হয়ে যায়, তার পথচলার প্রমাণ হিসেবে পড়ে থাকে চর................................ যদি আমি এক কোটি টাকা পাইতাম: আমাদের দেশের নদীগুলোর তলদেশ ভরাট হয়ে যাইতেছে, যদি আমি এককোটি টাকা পাইতাম নদীর তলদেশ খনন করিতাম....... আর আম্রা যানি নদী প্রকৃতির এক্টা বিষ্ময়কর সৃষ্টি, প্রমত্তা নদী বয়ে চলে আপন গতিতে, তবে বেশী গতিতে চলতে থাকে বলে অল্প দিনেই নদী শেষ হয়ে যায়, তার পথচলার প্রমাণ হিসেবে পড়ে থাকে চর................................ পরীক্ষার আগের রাত্রি: আমি আজো ভুলতে পারিনা সেই দিন-- সেই যেদিন পরীক্ষার আগের রাত্রে আমি একটি নদীর আত্মকাহিনী আত্মস্থ করছিলাম। আর আম্রা যানি নদী প্রকৃতির এক্টা বিষ্ময়কর সৃষ্টি, প্রমত্তা নদী বয়ে চলে আপন গতিতে, তবে বেশী গতিতে চলতে থাকে বলে অল্প দিনেই নদী শেষ হয়ে যায়, তার পথচলার প্রমাণ হিসেবে পড়ে থাকে চর................................ নৌকা ভ্রমন: আম্রা নোকায় করে মামা বাড়ি যাচ্ছেলাম, চারধারে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য,হঠাৎ কাল-বৈশাখী ঝড়ে আমাদের নৌকা উল্টে আমি নদীতে পরে গেলাম আর আপ্নারা যানেন নদী প্রকৃতির এক্টা বিষ্ময়কর সৃষ্টি, প্রমত্তা নদী বয়ে চলে আপন গতিতে, তবে বেশী গতিতে চলতে থাকে বলে অল্প দিনেই নদী শেষ হয়ে যায়, তার পথচলার প্রমাণ হিসেবে পড়ে থাকে চর................................ যাই হোক আমাদের কাউয়া স্কুল,কলেজ পাশ দিয়া ফেলছে।এখন আর তার নদীতে যাওয়া লাগে না থুক্কু রচনা লিখা লাগেনা। তবে সে নাকি "পানি এক্টি উৎকৃষ্ট দ্রাবক"-- প্রমান করার জন্যও লিখছিলো পানি উৎকৃষ্ট দ্রাবক হোক আর না হোক আন্তে তো যাইতে হইব নদীতেই আর আম্রা যানি নদী প্রকৃতির এক্টা বিষ্ময়কর সৃষ্টি, প্রমত্তা নদী বয়ে চলে আপন গতিতে, তবে বেশী গতিতে চলতে থাকে বলে অল্প দিনেই নদী শেষ হয়ে যায়, তার পথচলার প্রমাণ হিসেবে পড়ে থাকে চর................................ যাই হোক এইসব কথায় আর কাম নাই, তার আর এখন এইসব লিখা লাগেনা, সে এখন সাদাকাক্নী খুঁজতেসে, দোয়াকরি তারাতারি পাইয়া যাক আর আপ্নারাও দোয়াকইরেন সাদাকাক্নী পাইলে তারে প্রেমপত্র, লাভিমেইল অথবা মুঠোফোনবার্তা যাই লিখুক না কেন তাতে যেন নদী না আইসা পরে , ফুল-পাখি-লতাপাতা আসুক নদী না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।