আমাদের কথা খুঁজে নিন

   

আইপিএল না আইসিএল.... বাংলাদেশের কোনটা বেছে নেওয়া উচিত???



আইপিএল আইসিএল বিতর্ক অনেক দিনের.... অনেক কথা বলা হয়ে গেছে এই নিয়ে.... নতুন কিছু বলার নেই.... তবে একটা প্রশ্ন ছিলো এই বিতর্ক শুরু হবার পর আইপিএল এরও এক সিজন হয়ে গেলো (অন্তত বাংলাদেশের জন্য) আর আইসিএল এরও একটা সিজন হয়ে গেলো.... বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করতে হলে কাকে সাপোর্ট দেওয়া উচিত ছিলো??? দয়া করে এদেশের ক্রিকেটের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন কে পানি টানার পাশাপাশি দু একটা ম্যাচে খেলানোর টুর্নামেন্ট নাকি পুরো দেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা দলকে পুরা সিজন ধরে খেলানো একটা টুর্নামেন্ট???? কার স্কীল বেশি ডেভেলপ করলো? মাশরাফি, আশরাফুলদের না শাহরিয়ার নাফিস, অলক কাপালীদের??? ম্যাচের পর ম্যাচ ডাক মারা হাবাবুল এখন আইসিএল ছাড়তে চায় আর বিসিবি তাকে বুকে টেনে নিলো??? তো লাভ টা কি হলো? আশরাফুল আর মাশরাফি এমনিতেই প্রায় লাখের কাছাকাছি বেতন পায় সাথে ম্যাচ ফি আর অন্যান্য সব মিলে বছরে এক কোটি টাকা ইনকাম... দরিদ্র এই দেশে এই টাকা তো রাজাবাদশাহদের ইনকাম.... তবুও এদের অর্থের লোভ কাটে না.. নির্লজ্জের মতো দেশের দারিদ্রকে প্রদর্শন করে এরা আইপিএল এ পানি টানে, প্রথম আলোর মতো পত্রিকা রিপোর্ট করে জাতীয় দলের ক্রিকেটাররা পর্যাপ্ত অর্থ পায় না, বিসিবি ভারত বন্দনায় লিপ্ত হয়ে নাফিস, অলকদের দূরে সরিয়ে দেয় আবার বলে করুনা করে ওদের আবার একটা সূযোগ দেওয়া যায়... নাফিস, অলক, নাজিমউদ্দিন ওরা নাকি বিদ্রোহী, কিভাবে??? ওরা তো দেশকেই রিপ্রেজেন্ট করে গেলো, ওদের চেয়ে বরং মাশরাফীর মূল্য আর বর্তমান পারফর্মেন্স, সাইড বেন্চে বসে থাকা নিয়ে মন্দিরা বেদীদের হাসাহাসি আমার বেশী গায়ে লাগে... নাফিস আর অলক তো পার্ফরমেন্সের সুযোগ পেলো, সুযোগ কে নষ্ট করে নাই, বরং আরও অনেকের চেয়ে অনেক ভালো করেছে.... আইপিএল আমাদের দেশের জন্য অসম্মান ছাড়া কিইবা দিয়েছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।