আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ২য় গাছে ফুল ফুটল


অবশেষে ২য় গাছে ফুল ফুটল সাত বছর আগে বাড়ির সামনে ২টি আপেল গাছ লাগিয়ে ছিলাম । আপেল গাছ ৪/৫ বছরের মধ্যে নাকি ফল দেয় । ২টি গাছ লাগানোর কারন হলো শুধুমাত্র ১টি গাছ হলে নাকি ভাল ফলন হয় না । সেমতে ২টি গাছ লাগিয়ে ছিলাম । ১টি গাছ ২ বছর আগ থেকে ফল দিতে শুরু করলেও বাকী গাছটিতে ফল বা ফুল কোনটি আসে নি , মনে মনে ঠিক করেছিলাম এবছর ফুল না আসলে বাকী গাছ টা কেটে ফেলব।

আমার মনের কথা বোধহয় গাছে র কানে গিয়েছিল । এ বছর ২টি গাছেই ফুল এসেছে । তিন বছর আগে থেকে যে গাছে ফল এসেছিল তার সংখ্যা শুনলে অনেকের হাসি পাবে। প্রথম বছর মাত্র ৮টি আপেল পেয়েছিলাম । ২য় বছর আপেল এর সংখ্যা বেশী হলেও পোকার আক্রমনে সব নষ্ট হয়েছিল ।

অবশ্য আমার অলসতা এইজন্য দায়ী । আপেল গাছের ফল তুলে নেওয়ার পর শীত আসার আগে গাছকে কীটনাশক দিয়ে শোধন করতে হয় । সেটা আমি কখনোই করিনি । আবার গাছে মুকুল আসার পর ছোট ছোট প্যাকেট দিয়ে ঢেকে দিতে হয় । আপেল চাষীদের সাথে আলাপ করে এইসব শিখেছি ।

বাংলদেশে আমরা আপেল দেখলেও আপেল এর ফুল দেখা হয়ে ঊঠেনি কোনদিন। তাই সবার জন্য আমার আপেল গাছের ছবি দিলাম ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।