আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন রাসেল (বারট্রান্ড রাসেল)

জানতে ও জানাতে ভাল লাগে

খ্যাতিমান বৃটিশ দার্শনিক, গণিতবিদ, শিক্ষাবিদ ও লেখক বারট্রান্ড রাসেলের জন্মদিন আজ। রাসেলের জন্ম ১৮৭২ সালের ১৮ মে বৃটেনের মনমাউথশায়ারে। পুরো নাম বারট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল। গাণিতিক যুক্তিবিদ্যা ও বিশ্লেষণী দর্শনে অসামান্য অবদান তার। সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯৫০ সালে।

জগৎবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনকে সাথে নিয়ে তিনি পরমাণু অস্ত্রবিরোধী মেনিফেস্টো প্রকাশ করেন ১৯৫৫ সালে। যুদ্ধ ও পরমাণু অস্ত্রের বিরোধীতার দায়ে রাসেলকে কারাগারে যেতে হয় হয় দুইবার। ১৯৫৮ ও ১৯৬১ সালে। প্রথম বিশ্বযুদ্ধের বিরোধীতা করার কারণেও জেলে যেতে হয় একবার। একই কারনে বরখাস্ত হন ট্রিনিটি কলেজের অধ্যাপকের পদ থেকেও।

উপযোগবাদী দার্শনিক জন স্টুয়ার্ড মিল ছিলেন রাসেলের ধর্মপিতা। মিলের রচনার ব্যাপক প্রভাব ছিল রাসেলের জীবনে। এলিস পারসেল স্মিথ কে রাসেল বিয়ে করেন ১৮৯৪ সালে। ১৯২১ সালে তাদের এ বিয়ে ভেঙ্গে যায়। পরে লেডি অটোলাইন মোরের এবং অভিনেত্রী কনস্ট্যান্স ম্যালেসনের মতো নারীর সান্নিধ্য ঘটে তাঁর জীবনে।

ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে রাসেল মারা যান ১৯৭০ সালের ২ ফেব্রুয়ারী, ওয়েলসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।