আমাদের কথা খুঁজে নিন

   

পরিবর্তন কম্পিউটারে

সুস্থবিজ্ঞানের চর্চা করতে চাই

কম্পিউটার পরিবর্তিত হয়ে যাচ্ছে!!! হ্যা খুব দ্রুত গতিতে তা পরিবর্তন হচ্ছে । কিছুদিন পূর্বে ছিল ১টা কোরে যুগ । এমন কি কোর কি তা মানুষ জানতও না, কি এখন পরিস্থিতি হচ্ছে কে কয়টা কোরের প্রসেসর লাগাতে পারে? এ নিয়ে প্রতিযোগিতা চলছে । ইন্টেল,এএমডি এ দুটি কোম্পানী এই ভাবে নিজেরাই প্রতিযোগিতা করছে । তবে স্বভাবতই ইন্টেলই এগিয়ে ।

ইন্টেল তাদের ভবিষ্যত সব পরিকল্পনাই কোর নিয়ে । প্রসেসরে কোর তারা বৃদ্ধি করেই যাচ্ছে । তাই তো কিছুদিন পর মানে ২০১০ সালের শেষের দিকে তারা আনবে প্রায় ১০ কোরের প্রসেসর । ফলে কম্পিউটারের গতি নিয়ে আর কোন চিন্তাই করতে হবে না । তবে যারা এখন দুই বা চার প্রসেসর নিয়েই গর্ববোধ করেন তাদের অবস্থা যে কি হবে ? এবার আসা যাক রেম নিয়ে ।

হয়ত এর পরিবর্তন প্রসেসর এর মত নয় । তবে তাও ব্যপক পরিবর্তন হচ্ছে । টেকনোলজিস্টরা চেষ্টা করে যাচ্ছেন তাতে একটি বিরাট পরিবর্তন আনতে চাচ্ছেন । তাইতো এসেছে ডিডিআর-৩ রেম । এটি শুধু অধিক গতি সম্পন্নই নয় যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয়ী ।

তারপরে ও বিজ্ঞানীরা মূলত রেমের ধারনাই পাল্টাতে চাইছেন । আচ্ছা, হার্ডডিস্ক কি পরিবর্তন হচ্ছে ? হ্যাঁ এর পরিবর্তন হচ্ছে আর ও দ্রুত । ৪০ ও ৮০ গিগাবাইট হার্ডডিস্ক এর সময় অনেক আগেই পার করে এসেছি আমরা, এখন চলছে ২০০ ও ২৫০ গিগাবাইট । আগামী একবছরের মধ্যেই হয়ত এর চাহিদা ৫০০ থেকে ৭০০ গিগাবাইট হবে । হার্ডডিস্ক এর প্রযুক্তিতেও এসেছে বিরাট পরিবর্তন ।

তবে একটা আশঙ্কা আমরা করতে পারি আর তা হল মেমরি কার্ড হয়ত আগামীতে হার্ডডিস্ক এর একটি বিকল্প হবে । কারণ মেমরি কার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে । ভবিষ্যতে আরও হবে । সিস্টেম বোর্ড নিয়েও কম কথা হয়নি । মাদারবোর্ড কে আর কার্যকরি করতে এর বিভিন্ন অংশকে প্রায় নতুন করে সাজানো হয়েছে ।

কুলিং সিস্টেম , পিসিআই স্লট , ইউএসবি পোর্ট এর ব্যাপক উন্নয়ন করা হয়েছে । হয়েছে বিদুৎ সাশ্রয়ীও । এখন মাদারবোর্ড সিস্টেমে যোগ হয়েছে সাটা ইন্টারফেস যার ফলে সেকেন্ডে ৩ গিগাবাইট ডাটা আদান প্রদান সম্ভব হচ্ছে । যেহেতু প্রসেসর উন্নত হচ্ছে তাই তার সাথে পাল্লা দিয়ে মাদারবোর্ডের ও উন্নত হয়েছে । তা ছাড়াও মাদারবোর্ডের কুলিং সিস্টেম আরো কার্যকর করা হচ্ছে।

আর মাদারবোর্ডের এফএস বি বৃদ্ধি পেয়েছে অনেক গুন। অপটিক্যাল মাউস ছাড়া বাজারে কোন মাউস তো পাওয়াই যায় না । এখন আবার যোগ হয়েছে ওয়্যারলেস মাউস । ডিজাইন এর দিক দিয়ে মাউসের হয়েছে ব্যাপক পরিবর্তন । মনিটর কি এলসিডি? হতেই হবে!!! এলসিডি কি তা জানুক আর না জানুক এলসিডি মনিটর চাই ।

বাজারে হরেকরকম ও বিভিন্ন ডিজাইনের এলসিডি মনিটর পাওয়া যায় । সিডি তো শেষ, এখন ডিভিডি ও অন্তিম মূহুর্তে । এসেছে ব্লুরে ডিস্ক । সাধারন ডিভিডির তুলনায় চার বা পাঁচ গুন বেশি জায়গা ধরে এতে । যদিও প্রচলন এখনও হয়নি এর ।

তবে কিছুদিন পরে ডিভিডি রাইটার এর বদলে বোধহয় সবাই ব্লুরে ড্রাইভই কিনবে । আচ্ছা একটা জিনিস বোধহয় বাদ পড়ে গেল । ও কিবোর্ড !!! এটি মনে হতে পারে অপরিবর্তনীয় একটি পণ্য । তা কিন্তু অনেকটাই সত্য । চমকাবেন না , তবে বিজ্ঞানীরা চাচ্ছেন একে টাচস্ক্রিন এ পরিবর্তন করতে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.