আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা-২ : কালরাত্রি শেষে

কিবতা এবং কিবতা

ডিসেম্বর মাস শেষ হয়ে গেল কালবেলার অবসান শেষে ফিরে আসছে জমি ক্ষেত বসত ভিটে কুলাকুলুঙ্গিহৃত কৃষাণীরা। বিশাল অগ্নিবলয় ভাঙা পোড়া ক্ষত তিক্ত বন্ধুর দীর্ঘ দীর্ঘ পথ পেরিয়ে সমুদ্র সমান শোক আর যাতনার হাহাকার নিয়ে ফিরে আসছে নরনারী রুদ্ধবাক্ বিমূঢ় লোক সকল মৃত সভ্যতার মতো অবলীন কঙ্কালসার পোড়া দগ্ধ মৃত্তিকার পরে ফিরে আসছে। হিম হাওয়ায় মুড়ে দেওয়া সীসের মতো জারিত কাকর বিছানো লোহিত প্লাবন ভূমিতে নেমে এসেছে নিদারুণ পৌষ। কোথাও উর্বর মাটি নেই ডাগর ঘাসের প্রাণ পুড়ে গেছে লেলিহান আগুনে মাইল মাইল ছাই ভস্ম বিকট কঙ্কাল পরিত্যাক্ত ট্রেঞ্চ ক্ষত বিক্ষত নারীর গলিত লাশ ট্রেঞ্চ আর প্রসারিত বধ্যভূমির প্রান্তরপটে চারদিকে শকুন শেয়াল আর ফেউয়ের বিভৎস চিৎকার অনিবার্য অবলোকনে ভিজে যায় চোখ রফিক খালেদ জিয়া তাজউদ্দিন নজরুল বাক্যহীন বিষণ্ন মনে অবিমিশ্র যাতনার তাপে ক্রমশ হাঁটছে। খানাডোবা বিল বাওর পেরিয়ে গন্তব্যে যেতে যেতে ক্রমশ বিনষ্ট হতে থাকে বোধরে ভাঁড়ার, চারপাশে কেবল-ই ধ্বংস নারীদের কী অদ্ভূত বিলাপ আহতদের বজ্রচেরা চিৎকার লাবণ্য নেই পোড়া কাঠের মতো দগ্ধ দেহ উদ্ধত সাপের চেরা জিহ্বার মতো কটাকটা কেশরাশি, আগুনের হল্কার মতো তীব্র দৃষ্টি একগাল রাগী দাঁড়ি রাইফেল কাঁধে নিয়ে ফিরে আসছে দেশে। হৃত স্বজনের পরিভাষাহীন অব্যক্ত বেদনার আগুন বুকের মাঝে প্রজ্জ্বলিত, যতি নেই অতিক্রম্য যাত্রায় মাথায় হেলমেটহীন অনিরাপদ জীবন নেই নেই হ্যাভারস্যাক মালকোচা মারা স্বল্পবাস যোদ্ধারা ক্ষতাক্ত নগ্ন পদে ফিরে আসছে ফেলে আসা নরকের তীর্থ ভ্রমণ শেষে যোদ্ধারা লোকালয় থেকে আরেক নতুন লোকালয়ে ফিরে আসছে পাক আর রাজাকার চর্বিত অপরূপ বোনেরা তবুও পরম মমতায় নিপুণ কারুকাজে মুছে দেয় কালরাতের শোক যুদ্ধ শেষ হলো তোমরা সবাই ফিরে এলে এ পথে দলে দলে সবাই ফিরছে অথচ সুবর্ণ ফিরছে না তার যুদ্ধ কী শেষ হয় নি বলে দাও বলে যাও কোথায় রেখে এলে তাকে সুবর্ণ আর ফিরে আসবে না দুঃসাসী সেই ক্ষুরধার প্রখর তরুণ পারুলিয়ার তুমুল যুদ্ধে জিতিয়ে সেও হারিয়ে গেছে অনেক তেজী তরুণের সাথে। ভয়াবহ ক্ষত পঙ্গু বিকলাঙ্গ দেহ কাঁধে কোলে স্ট্রেচারে লাঞ্ছিত অন্তঃসত্ত্বা ধর্ষিতা রোরুদ্যমানার দুর্ভার বোঝা বয়ে বয়ে পথের পর পথ পেরিয়ে যোদ্ধারা দলে দলে ফিরছে। লেলিহান আগুনে পুড়ে পাকা রাজাকার কর্তিত সহস্র নিরাভরণ নরনারীর রক্তধোয়া একটি দেশ বেদনার জঠর পেরিয়ে নবম মাসে যখন জন্ম হলো তখন প্রাসাদ থেকে পর্ণ কুটিরে উৎসব আর হাহাকারের মিশ্র কলরোল। ....................................................................................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.