আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির অঝোর

কবিতা লিখি, প্রবন্ধ লিখি, গল্প লিখি, রম্যরচনা লিখি, মানে লেখার চেষ্টা করি আর কী!

বৃষ্টির অঝোর থেকে খুলে আনতে চাইছি শৈশব দানা যেখানে ভিজে আছে আমার একান্ত ঝমঝম আর উঠোনের ক্ষণস্থায়ী নদী কোথায় হারিয়ে গেল সেই চেনা বৃষ্টিশব্দ শিল পড়বার ঘোড়দৌড়! জানি, আমার মনপবনের ছোট নাও হারিয়েছে পথ হয়তো বা মিশে গেছে ঝরা বকুলগন্ধে কোনোদিন। প্রকৃতির নিয়ম মেনে, সিঁড়িতে জোনাকির যথাসাধ্য ছায়া আঁকতে পারে নি আগুন তাই এ ভাবেই ঝরে গেছে ফাগুনের রঙ শান্ত রোদের সংলাপ। বৃষ্টির আগল ভেঙ্গে বেড়িয়ে আসছে অলৌকিক ছাতার দিন আমার যৌবন, তোমার নিশ্বাসের গাঢ় স্পর্শ বাইরে জলের শব্দ আর আমাদের নিঃস্ব সংযমে তোমার চুড়ির দাগে তপ্ত ঠোঁটের নির্যাস আর কি আসবে ফিরে কখনও এখনও আলোড়িত কত রাতের ঘুম ভেজে দক্ষিণের বারান্দায়। আমার না মেলা ধারাপাত বৃষ্টির অঝোর থেকে খুলে আনতে চায় ফেলে আসা দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।