আমাদের কথা খুঁজে নিন

   

পিলখানার ঘটনা: জঙ্গীরা সব গেলো কোথায়!

সুন্দর সমর

পিলখানার ঘটনার সাথে জঙ্গীরা জড়িত। এমন কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছিলেন যিনি, সেই 'বকারাম' অব: সামরিক কর্মকর্তাকে বাংলাদেশের সবাই বাণিজ্য মন্ত্রী হিসেবে চিনেন। আজকের দৈনিকগুলোতে প্রকাশিত সেনাবাহিনীর তদন্ত আদালতের প্রতিবেদনে এই কথিত জঙ্গীদের জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে। বরং বলা হয়েছে, 'সেনাবাহিনীর তদন্ত আদালতের প্রতিবেদনে বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে হাজারীবাগ আওয়ামী লীগের নেতা তোরাব আলী, তাঁর ছেলে সন্ত্রাসী লেদার লিটন ও বিডিআরের সাবেক সদস্য কাঞ্চনের ছেলে জাকির জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি রাজনৈতিক নেতারা জানতেন তবে তাঁরা বিডিআর কর্তৃপক্ষকে তা জানিয়েছিলেন কি না, তা আদালত জানতে পারেননি। তদন্ত প্রতিবেদনে রাজনৈতিক নেতারা এ ঘটনাটি সেনাবাহিনীর ওপর তাঁদের প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকতে পারেন বলেও ধারণা করা হয়েছে।' এবার 'বকারাম' বাণিজ্য মন্ত্রী মহোদয় কি বলবেন? প্রতিবেদনে বলা হয়, তোরাব আলীর ফোন পরীক্ষা করে দেখা যায়, বিদ্রোহের সময় তিনি অনেকবার বিদেশে কথা বলেছেন। বিডিআরের অস্ত্র পাওয়ার জন্য লেদার লিটন বিদ্রোহে জড়িত হয়েছে বলে ধারণা করা হয়েছে। সেই বিদেশটি কোথায়? এবার কি 'বকারাম' জানাবেন? আজকের প্রথম আলো , ইত্তেফাকে এ সংক্রান্ত খবরটি পড়ুন তাতে আরো কত প্রশ্ন পাওয়া যায় চেষ্টা করে দেখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.