আমাদের কথা খুঁজে নিন

   

অটোরান ভাইরাস ঠেকাতে আরো একটি কার্যকর সফট্ওয়্যার....



কম্পিউটারে অটোরান ভাইরাস/ওয়ার্ম আক্রান্তের ঘটনা এখন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পেন ড্রাইভ বলুন আর হার্ডডিস্ক বলুন সব কিছুতেই মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায় এ ধরনের ক্ষতিকর প্রোগ্রামগুলো। এ থেকে কম্পিউটার বা পেন ড্রাইভকে সুরক্ষিত রাখতে প্রচলিত এন্টিভাইরাসগুলোর পাশাপাশি থার্ডপার্টি সিস্টেম সফট্ওয়্যার ব্যবহার করা যেতে পারে। নেটে এমন প্রচুর সফটওয়্যার পাওয়া যায়। কিন্তু ঠিক-ঠাক কাজ করে অল্প কিছু সফট্ওয়্যার।

তেমনি একটি সফটওয়্যার ইউএসবি ডিস্ক সিকিউরিটি। আমি দীর্ঘদিন ব্যবহার করছি। আমার শতাধিক ক্লায়েন্টকে ব্যবহার করতে দিয়েছি। বেশ কাজের। সফটওয়্যারটির (আপডেট ভার্সনে) নিজস্ব কিছু প্লাগিন্স পুরো হার্ডড্রাইভ বা পেন ড্রাইভে অটোরান ভাইরাস/ওয়ার্ম প্রবেশে বাধা দিতে পারে।

অটোমেটিক কিলিং সিস্টেম ছাড়াও স্টার্টআপ চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। খারাপ দিক : সফটওয়্যারটিতে রেজিষ্ট্রি মডিফাইয়ের কোন ব্যবস্থা রাখা হয়নি। এখন অধিকাংশ ভাইরাস এক্সপ্লোরারের রেজিষ্ট্রি করাপ্ট করে কিংবা শেল পরিবর্তন করে পিসি স্লো করে দেয়। রেজিষ্ট্রি মডিফাই করা গেলে উইন্ডোজ সেটআপ না দিয়েও পিসি রেডি করা যেত। ভালো দিক: তুলনামুলকভাবে ছোট কিন্তু কার্যকর সিস্টেম টুলস্।

এখনকার অধিকাংশ এন্টিভাইরাস প্রচুর সিস্টেম রিসোর্স ব্যবহার করে। অথচ বেশিরভাগ সময়ই অটোরান ওয়ার্ম/ট্রোজান হর্স ক্যাচ করতে পারে না। সে তুলনায় ছোট এ সফটওয়্যারটি বেশ কাজ করে। এছাড়াও পেন ড্রাইভ কানেক্ট করার সাথে সাথে অটোরান সংশ্লিষ্ট সমস্ত ব্যাট, কম, আইএনএফ, রেজিষ্ট্রি মডিফাইয়ার মডিউল ডিটেক্ট করে ডিলেটের সুযোগ করে দেয়। উপরন্তু এতে পেন ড্রাইভে যাতে পরবর্তীতে অটোরান আইএনএফ তৈরি হতে না পারে সে জন্যে ভারচুয়াল লকিং করার ব্যবস্থাও রয়েছে।

এ সফটওয়ারটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে http://www.zbshareware.com এখান থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.