আমাদের কথা খুঁজে নিন

   

দেখা হবে বন্ধু কারনে বা অকারনে (তালা পোস্ট )

পরিবর্তনের জন্য লেখালেখি

দেখা হবে বন্ধু চাপা কোন অভিমানে দেখা হবে কোন ভুলে যাওয়া পথের ধারে দেখা হতেও তো পারে কোন খুব চেনা অন্ধকারে দেখা হবে বন্ধু সেই তর্কে আর আড্ডায় চা জুড়িয়ে পানি হবে গুলশানে বাড্ডায় দেখা হবে বন্ধু রবীন্দ্র সরোবরে দেখা হবে কখনো চার রাস্তার মোড়ে দেখা হবে মার্কেটে , বাস টিকিটের ভিড়ে দেখা হবে বন্ধু ছোট্ট সে কথা নীড়ে দেখা হবে গল্পে , মোবাইলে মিস কলে দেখা হবে পা ডুবিয়ে স্মৃতির নোংরা জলে দেখা হবে সাদা খামে, পুরনো চিঠির ভাঁজে চৈতি ধুলোয় ঘামে যেখানে বাঁশিও বাজে রোজগেরে দিন শেষে আয়েসী কথার কাপে ভুল করে নিয়ে ফেলা ভীষন সঠিক ধাপে ফালতু আবেগে লেখা গোটা কয় ব্লগাকাশে হয়ত স্পর্শ দেবে আমার দীর্ঘশ্বাসে । খুব ঘটা করে কয় গন্ডা লাইন লিখতে ইচ্ছে করছে না । যে কারনেই হোক, ব্লগ থেকে বিরতি নিচ্ছি । কোথাও বেরিয়ে যাবার আমরা যেমন তালা ঝুলিয়ে যাই, তেমন তালাপোস্ট ঝুলিয়ে দিলাম । হয়ত কেউই আসবে না , তবু তালা দেখে নিজের খোলার ঝোঁকটা কম হবে , সেই আশাতে ... মনটা ভীষন ভীষন ভীষন খারাপ । আমার ব্লগ বন্ধুরা , আপনারা খুব ভালো থাকুন। আপনাদের চোখের চশমা গুলোর ঘষা কাঁচ যেন কোনদিন স্বচ্ছ না হয় । বেশি স্বচ্ছ জলে বালি লুকানো যায় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.