আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইনব্লগে আমরা কি এতটাই ব্যক্তিকেন্দ্রীক? মনটাই খারাপ হয়ে গেলো!

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

(দয়া করে অন্যভাবে নেবেন না) একটু আগে একখান কৈতক শিরোনামে একটা পোষ্ট এসেছে ব্লগের প্রথম পাতায়। এখনো প্রথম পাতাতেই আছে। বিকেলে একই জোক্স নিয়ে প্যাথলজী (জোক্স) শিরোনামে আরেকটি পোষ্ট এসেছিল প্রথম পাতায়। শ্রদ্ধেয় বুলবুল আহমেদ পান্নার বিরুদ্ধে আমি নকলের অভিযোগ আনছি না! এ সবই নেটে ভুরিভুরি পাওয়া যায়।

অন্যের সাথে শেয়ার করাটাতেই মজা। আমার কথা হল অন্য খানে। ১১৮ বার পঠনের পর চন্দনের ঐ পোষ্টে মন্তব্য পড়েছে ৪ টি। ২ জনের ভালো লেগেছে, তিনজনের লাগে নি। আরো মজার ব্যাপার হলো এটি চন্দনের ১০০ তম পোষ্ট।

আর ১০৯ বার পড়েই পান্নার এই পোষ্টে ইতিমধ্যে ১৫ টি মন্তব্য এসেছে। ১ জনের ভালো লেগেছে। আমি অপেক্ষা করছিলাম কোন ব্লগার এ নিয়ে কোন কথা বলেন কীনা। কিন্তু কেউই কথা না তোলায় আমাকে লিখতে হলো! আমার কথা হলো এমন কেন হবে? তাহলে কি ব্যাপারটা এমন যে, ব্লগে যার বন্ধুর সংখ্যা বেশী সেই হিট। আর কম বন্ধু ওয়ালাদের জন্য কেবলই হা-পিত্যেশ করে মরা! একটু ভেবে দেখার অনুরোধ রইল।

আমি আগে ও অনেক বার লক্ষ্য করেছি, এই ব্যাপারটা। কিন্তু, ভেবেছি হয়তো নতুন লেখকের লেখা ভালো হয় নি তাই এমন হয়েছে। এখন তো দেখছি আমার অনুমান কিছুটা হলেও সত্য। অবশ্য মেয়ে নিক নিয়ে নতুন কেউ এলে, পোষ্ট ভালো-খারাপ যাই হোক রীতিমত মন্তব্যের প্লাবন হয়ে যায়! যাই হোক, এ সব ব্যাপার নিয়ে আগেও হয়তো অনেক কথা হয়েছে। আজ আমার খারাপ লাগলো, তাই প্রসঙ্গটা আবার তুললাম।

বিঃ দ্রঃ চন্দন কিংবা পান্না কারো সাথেই আমার ব্যক্তিগত পরিচয়, বন্ধুতা কিংবা বিদ্বেষ নেই। কাকতালীয়ভাবে তাঁদের ব্লগের বিষয়/content মিলে যাওয়াতেই সামনে আনতে হলো। ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।