আমাদের কথা খুঁজে নিন

   

অৌড টু রাশেদ ভাই

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

চির তারুণ্য লেখা আছে তার হাতে কালির কলমে ভরা রঙধনু রঙ ছড়ায় প্রতিটি পাতা অক্ষয় রাতে বিচিত্র কারণে হাসে অবিরত ঢঙ। বিশাল ক্ষেত্র জুড়ে প্রান্তর তার সংখ্যা গুণনে নেই বন্ধুর দল নতুন শব্দে আসে প্রাচীন বেতার শব্দের কোলাহলে বন্ধুই বল। ইমোর পিঠটা ঠেকে গল্পের ঘোরে ভীষণ বচনগুলো প্রতিটি পাতায় মেলে দেয় হাতগুলো কবিতার ঘরে বোঝে না বোঝেই তবু রেটিং দাবায়। হঠাৎ কন্ঠ তার অচেনা সুরের অদৃশ্য শক্তিগুলো আবারো ঠেলে সহজ বার্তা জুড়ে ছায়াটা দূরের ফাঁকটা পেলেও দিত চোখটা গেলে। নেহাত রয়েছে পরে প্রিয়মুখগুলো পুরনো চাদর ঘেষেঁ এখনো লেখে তাইতো ছাপটা রাখে পায়ের ধূলো ভীষণ বচন ঢালে ভালবাসা মেখে।

**এখন শান্ত আছে ভাল সেই পোলা নতুন সংঘ গড়ে ছুঁড়ছে গোলা। ** অফটপিকঃ কবিতাটি অনেক আগে লিখেছিলাম। হঠাৎ ড্রাফটে চোখ পড়লো। মিসিং ভাইটির কথা.........তাই রএতদিন পর পোস্ট দিলাম। যা ঈষৎ পরিমার্জিত ও সংশোধিত।

সামুতে রাশেদ ভাইরে বড় মিস করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।