আমাদের কথা খুঁজে নিন

   

আইনমন্ত্রি আফিম গিলেছে



সরকার সংবিধানের ৫ম সংশোধনী মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহারের আবেদন করতে গিয়ে এক দফা হেরে যাওয়ার সময় তালগোল পাকিয়ে ফেলেছে। আইনমন্ত্রি সংবাদ সম্মেলন করে বলার চেষ্টা করছেন, ৫ম সংশোধনী মামলার ফলে বাকশাল ফিরে আসবে না। এমনকি সংবিধান থেকে বিসমিল্লাহও উঠে যাবে না। সরকার প্রথম থেকে বলে বেড়াচ্ছে ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া হবে। ১৯৭২ সালের সংবিধানে ফিরে গিয়ে বিসমিল্লাহ বহাল রাখার কোন সুযোগ আছে? ১৯৭২ সালের সংবিধানে তো ধর্মনিরপেক্ষতা ছিল, তাহলে এখন কি বিসমিল্লাহ বলে ধর্মনিরপেক্ষতা চালু করা হবে? সাধারণ জ্ঞানে এতটুকু আন্দাজ করা যায় দক্ষিণপন্থি বিচ্যুতি বা সাম্প্রদায়িক রাজনীতির খোলনলচে ধারণ করে আর যাই করা যাক আদর্শ বাস্তবায়ন করা যায় না।

আইনমন্ত্রি ব্যক্তিগতভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত না হলেও আওয়ামীলীগের দলীয় সরকারে এর চেয়ে বেশি কিছু করতে পারার বাস্তবতা নাই বলেই মনে হয়। আওয়ামীলীগের গঠনতন্ত্রে বর্তমানে আর সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বিষয়ে কোন বক্তব্য নাই। আবার বিসমিল্লাহ ও ঈশ্বরের উপরের আস্থা এবং তাদের দলীয় নেতা কর্মীদের ধর্মীয় পোষাক ধারণ, হজ করার প্রতিযোগিতা এসব কিসের লক্ষণ - - -? আমজনতা একটি বিষয় জানে, কঠিন ব্যারামে আক্রান্ত রোগী যখন কোন ওষুধে রোগ সাড়াতে পারে না তখন আফিম গিলে বসে। হয় রোগ সাড়বে অথবা সাড়াজীবনে আর কোন ওষুধেই কাজ দিবে না। আফিম একপ্রকার মাদকও বটে।

সাম্প্রদায়িক রাজনীতি ও ধর্মীয় রাজনীতির পাঠ অনেকটা আফিম গিলার মত। আর কোন ওষুধের দরকার নাই। আবার মাতলামো যতটুকু করা দরকার ততটুকুও করা যায়। আইনমন্ত্রি যথাসম্ভব এরকমই করছে। তবু দেখা যাক, ১৯৭২ সালের সংবিধান কোথায় গিয়ে দাঁড়ায়?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.