আমাদের কথা খুঁজে নিন

   

নিত্ত প্রয়োজনিয় পন্যের দাম বারছে !!!!!



দাম বেড়েছে চালের। বিশেষ করে কেজিতে ২ টাকা বেড়ে গতকাল বাজারে মোটা চাল বিক্রি হয় ২২ থেকে ২৩ টাকায়। টিসিবির হিসেবেই গত সপ্তাহের তুলনায় মোটা চালের দাম ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। গতকাল বাজারে অন্যান্য চালের মধ্যে বিআর-২৮ ২৪ থেকে ২৫ টাকা, পাইজাম-লতা ২৫ থেকে ২৮ টাকা, নাজিরশাইল ২৭ থেকে ৩৬ টাকা ও মিনিকেট ২৭ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়। চালের দাম বৃদ্ধি সম্পর্কে রাজধানীর বাদামতলী ও বাবুবাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজামউদ্দিন বলেন, সরকার ১ মে থেকে চাল কিনবে এজন্য দাম বেড়েছিল।

কিন্তু চাল কেনা শুরু না করায় এখন আবার দাম কমে যাবে। তিনি বলেন, পাইকারি বাজারে এখন দাম আবার কমতির দিকে। তবে সরকার চাল কেনা শুরু করলে আবার দামের উপর প্রভাব পড়তে পারে। গতকাল কাওরানবাজার বাজার করতে আসা চাকরিজীবী মোখলেছুর রহমান বলেনঃ ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রীর কাছে ভোজ্যতেলের দাম বাড়বে না বললেও তেলের দাম বাড়ছে। আবার এখন ধান-চালের মৌসুমেও চালের দামও বাড়ছে।

সরকারের উচিত দাম বাড়ার কারণ খুঁজে বের করে ব্যবস্থা নেয়া। গত সপ্তাহের তুলনায় ডিম হালিতে ২ টাকা বেড়ে গতকাল বাজারে বিক্রি হয় ২৭ থেকে ২৮ টাকা। তরিতরকারির দাম বড়ই চড়া। বিভিন্ন ধরনের তরিতরকারির মধ্যে বেগুন ২৮ থেকে ৩২ টাকা, আলু ২০ থেকে ২২ টাকা, শিম ৩০ থেকে ৩২ টাকা, টমেটো ২০ থেকে ২২ টাকা, পটল ৩০ থেকে ৩৪ টাকা, করল্লা ৩২ থেকে ৩৪ টাকা, বরবটি ৩০ থেকে ৩২ টাকা, পেঁপে ১৫ থেকে ১৬ টাকা , কাকরোল ২২ থেকে ২৪ টাকা ও কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়। এছাড়া বিভিন্ন ধরনের ডালের মধ্যে দেশী মসুর ১০০ থেকে ১০৫ টাকা, আমদানিকৃত মসুর ৮৮ থেকে ৯২ টাকা ও মুগ ডাল ৯০ থেকে ৯৮ টাকা কেজি দরে বিক্রি হয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.