আমাদের কথা খুঁজে নিন

   

রানওয়র: বিদগ্ধ এক ফরাসি চিত্রকর

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
পিয়ের অগুস্ত রানওয়র। উনিশ শতকের ফরাসি চিত্রকলায় প্রতিচ্ছায়াবাদী (ইমপ্রেশনিস্ট) ঘরানার অন্যতম শরিক। তরুন বয়েসে রং কেনার মতন পয়সা ছিল না।

এখন অবশ্যি তাঁর ছবি মিলিয়ন ডলারে বিক্রি হয়। আশ্চর্য জীবন রানওয়র। যখন সাফল্য এল-ঠিক তখনই কঠিন অসুখ ধরা পড়ল। চলাফেরায় সমস্যা হত-তারপরও সুন্দরের টানে হুইলচেয়ারে বসে ছবি আঁকতেন । প্যারিসের এক শ্রমজীবি পরিবারে রানওয়র জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৮৪১ সালে ।

শৈশবে পোর্সেলিন ফ্যাক্টরিতে কাজ করতেন। তখনই আঁকার প্রতিভা প্রকাশ পেয়েছিল। কিশোর বয়স থেকেই মাঝে মাঝে ল্যুভর মিউজিয়ামে গিয়ে শিল্পগুরুদের ছবি দেখতেন। ওদের মতন আঁকার ইচ্ছা। ইস্, আমার ছবিও যদি শিল্পগুরুদের পাশে থাকত।

ক্লোদ মনে। আরও বয়স হলে প্যারিসের অন্য চিত্রকরদের সঙ্গে পরিচয় হয়। যেমন, ক্লোদ মনে। ১৮৬৪ সালে প্যারিস সালোনে প্রথম ছবির প্রদর্শনী। তবে স্বীকৃতি পেতে আরও ১০ বছর অপেক্ষা করতে হয়েছিল।

তখন একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম ফ্রাঙ্ককোপ্রুশিয় যুদ্ধ । তাতে ক্ষতিগ্রস্থ হয়েছিল সবাই। সৌন্দর্যর পরম পূজারী রানওয়র আমৃত্যু নারী শরীরেও সৌন্দর্য খুঁজেছিলেন । বলা যায় নারী শরীর আঁকার যে রীতি পরবর্তীকালে শিল্পকলায় নান্দনিক বলে গৃহিত হয়েছিল রানওয়র তারই পথ দেখিয়েছেন।

১৮৯২ সালে Rheumatoid arthritis ধরা পড়ে। বিষন্ন মনে ভূমধ্যসাগরের তীরে চলে গেলেন। চলাফেরায় সমস্যা হত-তারপরও সুন্দরের টান-সেই টানেই ছবি আঁকতেন হুইলচেয়ারে বসে । আঙুল অবশ হয়ে গিয়েছিল। ব্রাশটা বেঁধে নিতেন।

অন্য একেজন ভাস্করের সাহায্যে এই সময় মাটি দিয়ে ভাস্কর্যও গড়েছিলেন । মনে থাকার কথা- কিশোর বয়স থেকেই মাঝে মাঝেই ল্যুভর মিউজিয়ামে গিয়ে শিল্পগুরুদের ছবি দেখতেন রানওয়র। ওদের মতন আঁকার ইচ্ছা। ইস্, আমার ছবিও যদি শিল্পগুরুদের পাশে থাকত। ১৯১৯ সালে তাঁর ছবি ল্যুভরে শিল্পগুরুদের পাশে ঝোলানো হল।

ঐ বছরের ৩ ডিসেম্বর আলপস্ এর কাছে এক গ্রামে মারা যান রানওয়র। তাই বলছিলাম- আশ্চর্য জীবন রানওয়র। তাঁর জীবনীকার লিখেছেন- During the Paris Commune in 1871, while he painted on the banks of the Seine River, some members of a commune group thought he was a spy, and were about to throw him into the river when a commune leader, Raoul Rigault, recognized Renoir as the man who had protected him on an earlier occasion.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.