আমাদের কথা খুঁজে নিন

   

কোনো কারণ ছাড়াই কোনো কিছু ভাল্লাগছে না



কোনো কারণ ছাড়াই কোনো কিছু ভাল্লাগছে না! গভীর গভীর দুঃখ এসে ভীড় করছে মনে। ইচ্ছে হচ্ছে শহর ছেড়ে চলে যাই বনে। বনে যাওয়ার ইচ্ছে হতেই মনে পড়ে আমার এক বড়-ভাই-বন্ধুর কথা। যিনি বলেন: বনে যাইতে হইলেও এখন ক্রেডিট কার্ড লাগবো। ফ্রি ফলমূল খাইয়া বাবাগিরি ফলানোর দিন আর নাই।

সাধনা-আরাধনা এগুলোর দিনও শেষ। সাধনা এখন শক্তি ঔষধালয়ের বোতলভরা সালসায় ভর করছে, এর বাইরে নাই। টাকাই সাধনা, টাকাই জ্ঞান, টাকাই প্রতিভা, টাকাই ব্যক্তিত্ব, টাকাই আইন-আদালত, মান-সম্মান, টাকাই আসলেই সব। এসব অতি পুরনো কথা হলেও অতি নতুন কথা-বিশেষ করে বাংলাদেশের সার্বিক প্রেক্ষিতে। তিনি বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সামনেও ওই রকম `টাকাই' লাগিয়ে কথা বলেন।

অনেকে মাইন্ড করেন, আমি বেশ কিছুদিন ধরে করি না! ধুত্তুরি ভাল্লাগছে না। কিচ্ছু লিখবো না। আর কক্ষনো লিখবো না। কক্ষনো না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.