আমাদের কথা খুঁজে নিন

   

সারমর্ম...ঘুমানোর আগে...

মানুষ, তোমায় বড় ভয় আমার!

মাস খানেক ধরে একটুখানি ঘুমানোর জন্য আহাজারি...আর আজকে এখনো ঘুমের রাজ্য ডেকে নিয়ে যায়নি বিছানায়...আধা সের মনে তিন আঙ্গুলের এক চিমটি খারাপ লাগা আর এক মুঠ অবশ করা কিছু ক্লান্তি 'ঘুটা ঘুটা' করে মেশানো...তাতে চোখ ভার হয়ে আসার কথা...আসবে...আবহাওয়া ঠান্ডাই আছে... অনেকদিন আগে কোন এক মেয়ে সিলিং ফ্যানে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়েছিল কিনা আমার জানা নেই...তবে এটা জানা আছে যে তার মৃত্যুর কারণে আজ ছাত্রীহলে কোন সিলিং ফ্যান নেই...তেতে ওঠা রুমে বসে উপরওয়ালার কাছে শান্তি চেয়ে অস্থির...কিন্তু রাতে একাকী টানা বারান্দাটায় হেঁটে তাকে কেউ ধন্যবাদ জানিয়েছে বলে আমার মনে হয় না...এই এক মাস রাতের বারান্দাটাই একমাত্র 'ঠান্ডা' জায়গা ছিল... মহানন্দার বারান্দায় পাশের দু'টো বাড়ির বারান্দা দেখা যায়...কায়দা করে উপরের দিকে তাকালে হয়তো আকাশ দেখা যায়...কিন্তু তাতে কিছুই ঠাওর করা যায় না...মাঝে মাঝে অদৃশ্য কোন ময়নার তীক্ষ্ণ আওয়াজ পাওয়া যায়..."অ্যাই কি করোওওও?".... মুছে ফেলা, মুছে যাওয়া নিয়ে আজ আর মন খারাপ করতে ইচ্ছা হয় না...সবার সবকিছু পূরণ হয় না...আজ আর এলোমেলো কিছুই গোছাতে ইচ্ছে হয় না...থাকুক পড়ে...কি আর হবে?...নিষ্ফল কোন কাজে শ্রম দেয়ার চেয়ে এক ঘন্টা ঘুমানো অনেক ভালো... এই পোস্ট লেখার সময়টা তাই ঘুমের মধ্যে যোগ করে নেয়া ভালো ছিল ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।