আমাদের কথা খুঁজে নিন

   

কিন্টারগার্টেন শিক্ষাব্যবস্থা এবং নেপথ্যে কিছু কথা



আমাদের দেশে শিক্ষাব্যবস্থার অবস্থা যে খুব একটা ভাল না তা আমরা সবাই ভাল করে জানি। সরকারি স্কুলে মান্দাত্বা আমলের শিক্ষাব্যবস্থা এখনো আকড়ে ধরে আছি যদিও, তবু কিছুটা আশার আলো দেখাচ্ছে কিন্টারগার্টেন শিক্ষাব্যবস্থা। কিন্তু কিন্টারগার্টেন শিক্ষাব্যবস্থার নামে দেশে যা শুরু হয়েছে তাতে সামনে যে একটা জগাখিচুরি হবে না তা বলার অপেক্ষা রাখে না। আমাদের ওলিতে-গলিতে এখন ব্যাঙের ছাতার মত কিন্টারগার্টেন গড়ে উঠেছে। ছোট শহরগুলোতে প্রতি এক কিলোমিটারে দুইটা করে পাবেন কমপক্ষে আর বড় শহরের কথা বাদই দিলাম।

এগুলোতে না মানা হচ্ছে কোন আইন আর না মানা হচ্ছে নিয়ম-কানুন। তারা ইচ্ছেমত চালাচ্ছে সব রুল। যেমন:- আপনার সন্তানের সকল বই, খাতা, কলম রাবার এমনকি পোশাক পর্যন্ত কিনতে হবে তাদের কাছে। ক্লাসের পর কোচিং করতে হবে না হলে মার্ক নিতে হবে না আর আপনাকে। আর যারা পড়াচ্ছে তাদের কে মালিক শ্রেনী নাম মাএ বেতন দিয়ে চাকুরী দিয়েছে যারা কিনা নিজেই ভাল করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে! আপনার ছেলে বা মেয়ে পড়তে পারবে কিনা তা দেখছে না কিন্তু গাদা গাদা বই দিয়ে দিচ্ছে।

কিন্টারগার্টেন শিক্ষাব্যবস্থা এখন একটা খুব ভাল ব্যবসা হয়ে দাড়িয়েছে। একদিকে উচ্চশ্রেনীর মালিকরা প্রাইভেট ভার্সিটির ব্যবসা করছে আর একটু কম ধনীরা করছে কিন্টারগার্টেন নিয়ে ব্যবসা । অথচ একটা দেশে শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু রুল বা আইন কানুন থাকা দরকার। আইন বা যদিও আছে কিন্তু মানছে কজন। তাই সরকারের উচিত ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.